এ মাসেই মাঝি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব খান
একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।