চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।
তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’
আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।
এ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।
কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।
আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’
চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।
তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’
আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।
এ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।
কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।
আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’
পাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ মিনিট আগেদীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
৬ ঘণ্টা আগেঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে