Ajker Patrika

আঁচলের ‘করপোরেট’ এবং প্রেমের গল্প

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৫৮
আঁচলের ‘করপোরেট’ এবং প্রেমের গল্প

চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।

‘করপোরেট’ নামে নতুন ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন আঁচল

তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’

আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।

কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছেএ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।

কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছেকিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।

আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত