খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
অভিনেত্রী শ্রীলেখা মিত্র এখন ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবারের আসরে মনোনীত হয়েছে পশ্চিম বাংলার নির্মাতা আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’। ছবির অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভেনিস থেকে বললেন ছবিটি নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা, ফোনের এ প্রান্তে ছিলেন খায়রুল বাসার নির্ঝর।
ফেসবুক-ইনস্টাগ্রামের পোস্ট দেখে বুঝতে পারছি, আনন্দে কাটছে আপনার সময়…
ভীষণ। প্রতিদিনই ঘুরে ঘুরে শহরটা দেখছি। ভেনিসে আসার আগে আট দিন ছিলাম সুইজারল্যান্ডে। সেখানেও সময়টা ভালো কেটেছে।
২০ বছর পর ভেনিস উৎসবে আবার বাংলা ছবি। অভিনেত্রী হিসেবে এ অর্জনকে কীভাবে দেখছেন?
এর আগে বুদ্ধদেব দাশগুপ্তর ছবি এ উৎসবে পুরস্কার পেয়েছিল। এবার উৎসবে মনোনয়ন পেল ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’। এটি উৎসবের একমাত্র বাংলা ছবিই শুধু নয়, একমাত্র ভারতীয় ছবি। নিঃসন্দেহে ভীষণ ভালো লাগার ঘটনা। একমাত্র বাঙালি অভিনেত্রী হিসেবে ভেনিস উৎসবের রেড কার্পেটে হাঁটব আমি। এ-ও কী কম কথা! ভীষণ সম্মান পাচ্ছি। বিশেষ করে এখানকার লোকজন যে সম্মান দেখাচ্ছেন আমাকে, আমি আপ্লুত। সবাই জিজ্ঞেস করছেন আমাকে, আমাদের কোন ছবিটা এসেছে। নাম বলতেই সবাই চিনতে পারছেন। বলছেন—হ্যাঁ, ছবিটির খুব প্রশংসা শুনেছি। নিশ্চয়ই দেখব।
কাজ নিয়ে আপনার একধরনের বাছবিচার আছে। সব ছবিতে অভিনয় করেন না। ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিতে যুক্ত হলেন কীভাবে?
ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। এর আগে দু-একবার তাঁর সঙ্গে ‘হাই হ্যালো’ হয়েছে। তবে অত যোগাযোগ ছিল না তাঁর সঙ্গে। আদিত্যর ‘আসা যাওয়ার মাঝে’ ও ‘জোনাকি’ ছবি দুটো দেখেছিলাম। আমি তাঁকে বলেছিলাম, আমার কাজের সঙ্গে তো আপনার পরিচয় নেই। কেন আমাকে চাইছেন? তিনি বলেছিলেন, এ ছবির যে চরিত্র, সেটার জন্য আপনাকেই লাগবে। ভীষণ ভালো লেগেছিল কথাটা শুনে। তারপর তো গল্প শুনলাম। কাজও করলাম।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? খুব টাফ ছিল কি?
কাজটা সহজ ছিল না। শুটিংয়ে মাটিতে পাটি পেতে ঘুমিয়েছি রাতের পর রাত। কিন্তু আমার একটুও খারাপ লাগেনি। এনজয় করেছি। চরিত্রটাই ছিল এমন। চরিত্রটি ফুটিয়ে তুলতে যা যা করা দরকার ছিল, কোনো কমতি রাখিনি।
আপনার অভিনীত ছবি এত বড় উৎসবে দেখানো হচ্ছে। নিজের ইন্ডাস্ট্রির লোকজনের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
আমি নিজের মতো করে বাঁচতে পছন্দ করি। আপনি যদি আমাকে ফলো করেন, তাহলে দেখবেন, কাজের জন্য কারও কাছে ধরনা ধরা আমার স্বভাবে নেই। ইন্ডাস্ট্রির কোনো পার্টিতে আমাকে পাবেন না। তেলবাজি করিনি কখনো। ফলে আমাকে সবাই পছন্দ করেন, এমনটা নয়। আমি না হয়ে কলকাতার অন্য কেউ যদি এ উৎসবে আসতেন, তাহলে চিত্রটা নিশ্চয়ই আলাদা হতো। খুব হইচই হতো। তা তো হচ্ছে না। এ নিয়ে আমার কোনো দিন আফসোস ছিল না, এখনো নেই। যত দূর এসেছি, সম্পূর্ণ নিজের যোগ্যতায়। লবিংবাজি করে কিংবা কারও সুপারিশে কাজ পেতে চাইনি কখনো।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র এখন ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবারের আসরে মনোনীত হয়েছে পশ্চিম বাংলার নির্মাতা আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’। ছবির অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভেনিস থেকে বললেন ছবিটি নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা, ফোনের এ প্রান্তে ছিলেন খায়রুল বাসার নির্ঝর।
ফেসবুক-ইনস্টাগ্রামের পোস্ট দেখে বুঝতে পারছি, আনন্দে কাটছে আপনার সময়…
ভীষণ। প্রতিদিনই ঘুরে ঘুরে শহরটা দেখছি। ভেনিসে আসার আগে আট দিন ছিলাম সুইজারল্যান্ডে। সেখানেও সময়টা ভালো কেটেছে।
২০ বছর পর ভেনিস উৎসবে আবার বাংলা ছবি। অভিনেত্রী হিসেবে এ অর্জনকে কীভাবে দেখছেন?
এর আগে বুদ্ধদেব দাশগুপ্তর ছবি এ উৎসবে পুরস্কার পেয়েছিল। এবার উৎসবে মনোনয়ন পেল ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’। এটি উৎসবের একমাত্র বাংলা ছবিই শুধু নয়, একমাত্র ভারতীয় ছবি। নিঃসন্দেহে ভীষণ ভালো লাগার ঘটনা। একমাত্র বাঙালি অভিনেত্রী হিসেবে ভেনিস উৎসবের রেড কার্পেটে হাঁটব আমি। এ-ও কী কম কথা! ভীষণ সম্মান পাচ্ছি। বিশেষ করে এখানকার লোকজন যে সম্মান দেখাচ্ছেন আমাকে, আমি আপ্লুত। সবাই জিজ্ঞেস করছেন আমাকে, আমাদের কোন ছবিটা এসেছে। নাম বলতেই সবাই চিনতে পারছেন। বলছেন—হ্যাঁ, ছবিটির খুব প্রশংসা শুনেছি। নিশ্চয়ই দেখব।
কাজ নিয়ে আপনার একধরনের বাছবিচার আছে। সব ছবিতে অভিনয় করেন না। ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিতে যুক্ত হলেন কীভাবে?
ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। এর আগে দু-একবার তাঁর সঙ্গে ‘হাই হ্যালো’ হয়েছে। তবে অত যোগাযোগ ছিল না তাঁর সঙ্গে। আদিত্যর ‘আসা যাওয়ার মাঝে’ ও ‘জোনাকি’ ছবি দুটো দেখেছিলাম। আমি তাঁকে বলেছিলাম, আমার কাজের সঙ্গে তো আপনার পরিচয় নেই। কেন আমাকে চাইছেন? তিনি বলেছিলেন, এ ছবির যে চরিত্র, সেটার জন্য আপনাকেই লাগবে। ভীষণ ভালো লেগেছিল কথাটা শুনে। তারপর তো গল্প শুনলাম। কাজও করলাম।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? খুব টাফ ছিল কি?
কাজটা সহজ ছিল না। শুটিংয়ে মাটিতে পাটি পেতে ঘুমিয়েছি রাতের পর রাত। কিন্তু আমার একটুও খারাপ লাগেনি। এনজয় করেছি। চরিত্রটাই ছিল এমন। চরিত্রটি ফুটিয়ে তুলতে যা যা করা দরকার ছিল, কোনো কমতি রাখিনি।
আপনার অভিনীত ছবি এত বড় উৎসবে দেখানো হচ্ছে। নিজের ইন্ডাস্ট্রির লোকজনের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
আমি নিজের মতো করে বাঁচতে পছন্দ করি। আপনি যদি আমাকে ফলো করেন, তাহলে দেখবেন, কাজের জন্য কারও কাছে ধরনা ধরা আমার স্বভাবে নেই। ইন্ডাস্ট্রির কোনো পার্টিতে আমাকে পাবেন না। তেলবাজি করিনি কখনো। ফলে আমাকে সবাই পছন্দ করেন, এমনটা নয়। আমি না হয়ে কলকাতার অন্য কেউ যদি এ উৎসবে আসতেন, তাহলে চিত্রটা নিশ্চয়ই আলাদা হতো। খুব হইচই হতো। তা তো হচ্ছে না। এ নিয়ে আমার কোনো দিন আফসোস ছিল না, এখনো নেই। যত দূর এসেছি, সম্পূর্ণ নিজের যোগ্যতায়। লবিংবাজি করে কিংবা কারও সুপারিশে কাজ পেতে চাইনি কখনো।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
১ দিন আগে