প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। এরই মধ্যে ‘মায়া: দ্য রিভেঞ্জ’-এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে আজ থেকে বিনা মূল্যে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।
তবে আসিফ নূর জানিয়েছেন, ওয়েব ফিল্ম ‘মায়া: দ্য রিভেঞ্জ’ তাঁর অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা। তিনি বলেন, ‘মায়া: দ্য রিভেঞ্জ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে ছবিটি।’
ছবির নায়িকা সেলিনা আফ্রি বলেন, ‘এ ওয়েব ফিল্মটি আমার ক্যারিয়ারে অন্যতম কাজ হতে যাচ্ছে। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। প্রথম দিকে খুব সাধারণভাবে দেখা গেলেও পরবর্তী সময়ে এ চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।’
প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। এরই মধ্যে ‘মায়া: দ্য রিভেঞ্জ’-এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে আজ থেকে বিনা মূল্যে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।
তবে আসিফ নূর জানিয়েছেন, ওয়েব ফিল্ম ‘মায়া: দ্য রিভেঞ্জ’ তাঁর অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা। তিনি বলেন, ‘মায়া: দ্য রিভেঞ্জ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে ছবিটি।’
ছবির নায়িকা সেলিনা আফ্রি বলেন, ‘এ ওয়েব ফিল্মটি আমার ক্যারিয়ারে অন্যতম কাজ হতে যাচ্ছে। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। প্রথম দিকে খুব সাধারণভাবে দেখা গেলেও পরবর্তী সময়ে এ চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।’
পরিচালক মুরুগাদোস জানান, গল্পটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে না পারার কারণেই সিকান্দার ব্যর্থ হয়েছে। সিনেমাটি তিনি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। দুই বছর বিরতির পর গত ৩০ মার্চ মুক্তি পায় সালমান খানের নতুন সিনেমা। ‘সিকান্দার’ নামের সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল অনেক।
১ ঘণ্টা আগেসম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।
৪ ঘণ্টা আগেদুই পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
৪ ঘণ্টা আগেগত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৯ ঘণ্টা আগে