Ajker Patrika

শিশু-কিশোরদের জন্য নির্মিত হচ্ছে ‘বিটিএস গার্ল’

শিশু-কিশোরদের জন্য নির্মিত হচ্ছে ‘বিটিএস গার্ল’

নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘বিটিএস গার্ল’। চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা অনার্য মুর্শিদ। গত বৃহস্পতিবার চলচ্চিত্রটির ডেমো শুটিং শেষ হয়। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে সিনেহাট এবং মোশন বাংলা। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সঙ্গে আছে উজান।

চলচ্চিত্রটির অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার মামুনুর রশীদ। প্রধান চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী নায়লা তাজওয়ার স্ফিয়েতা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করবেন মুজিবর রহমান খান। শব্দ পরিকল্পনা করবেন রবিউল ইসলাম শশী। সংগীত লিখেছেন কাজী আলিম-উজ-জামান। প্রোডাকশান ডিজাইনার এবং সম্পাদক হিসেবে কাজ করবেন লায়লা ফেরদৌসী।

শুটিংয়ে কলাকুশলীরাচলচ্চিত্রটির প্রযোজক সাজেদুল আজাদ বলেন, ‘শিশু-কিশোরদের জন্য আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ হয় না বললেই চলে। হয়ত অনেকের কাছে এটা অলাভজনক মনে হতে পারে কিন্তু আমার মনে হয়েছে এখানেও চাইলে লাভ বের করা সম্ভব। কারণ, ভিজ্যুয়াল কন্টেন্টের বড় ভোক্তা কিন্তু শিশু কিশোররাই। লাভ না হলেও কাজটা কাউকে না কাউকে করা উচিত।’

নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, ‘এই চলচ্চিত্রে বড়দের পাশাপাশি শিশুরাও কাজ করছে। এরা সবাই চলচ্চিত্রে নতুন। আমি নিজেও ন্যারেটিভ চলচ্চিত্রে নতুন। যার কারণে প্রথমে চলচ্চিত্রের অংশবিশেষের ডেমো নির্মাণ করছি। ২০২২ সালের শুরুতেই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত