নতুন ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’, বিচারক খ্যাতিমান তারকা
দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি আয়োজন করছে ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’। এবার প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। সেরা অংশগ্রহণকারীদের বাছাই করতে বিচারকদের প্যানেলে থাকছেন দেশের তিন খ্যাতিমান তারকা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও দিলারা হানিফ পূর্ণিমা। টফি-এর প্ল্যাটফর