Ajker Patrika

অমিত হাসান যখন গায়ক

অমিত হাসান যখন গায়ক

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের অনেক পরিচয়। একসময় ছিলেন নায়ক, পরবর্তী সময়ে পরিচিতি পান খল নায়ক হিসেবে। অভিনয় ছাড়া তিনি লেখালেখিও করেন। আগামী বইমেলায় নিজের লেখা ৬০টিরও বেশি কবিতা নিয়ে প্রকাশ করবেন কাব্যগ্রন্থ।

কিছুদিন আগে ‘পরান পাখি’ নামে একটি নাটক লিখেছেন তিনি। নাটকটি নিজেই পরিচালনা করবেন বলেও জানিয়েছেন। এবার অমিত হাসান লিখলেন গান।

সেই গানে কণ্ঠ দিলেন তিনি নিজেই। সুর ও সংগীত করেছেন আলী মুস্তাফা। তাঁর গাওয়া ‘আকাশের নীল’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রে। ওই চলচ্চিত্রটি নির্মিত হবে তাঁর প্রযোজনায়।

অমিত হাসানঅমিত হাসান বলেন, ‘স্কুল-কলেজের অনুষ্ঠানে নিয়মিত গাইতাম। অভিনয়ে সুযোগ পাওয়ার পর সেভাবে আর গান করা হয়নি। তবে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে গাইতাম। অনেকেই আমাকে নিয়মিত গান করার পরামর্শ ও উৎসাহ দিয়েছেন। সেই উৎসাহ থেকে এ গানটি গাওয়া। ভালো প্রতিক্রিয়া পেলে নিয়মিত গান করার ইচ্ছা রয়েছে।’

১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে প্রথম অভিনয় করেন অমিত হাসান। একই বছর মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ ছবিতে একক নায়ক হন শাহনাজের বিপরীতে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় চলচ্চিত্রকে পেশা হিসেবে বেছে নেন। অসংখ্য ছবির এই নায়ক ২০১২ সালে প্রথম খল চরিত্রে অভিনয় করেন শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে। এ পর্যন্ত প্রায় আড়াই শ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত