Ajker Patrika

দেবের বাংলাদেশি ছবির শুটিং শুরু হচ্ছে

বিনোদন প্রতিবেদক
দেবের বাংলাদেশি ছবির শুটিং শুরু হচ্ছে

আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।

শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’

টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।

দেব২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।

চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত