বিনোদন প্রতিবেদক
আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।
শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’
টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।
চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।
আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।
শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’
টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।
চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে