Ajker Patrika

ফিল্ম আর্কাইভে নির্মাতা চাষী নজরুলের স্মৃতিমাখা জিনিসপত্র

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯: ৩৯
ফিল্ম আর্কাইভে নির্মাতা চাষী নজরুলের স্মৃতিমাখা জিনিসপত্র

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও প্রযোজক চাষী নজরুল ইসলামের স্মৃতিমাখা জিনিসপত্রের জায়গা হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। আজ ২৩ নভেম্বর নির্মাতার বড় মেয়ে আন্নি ইসলাম বাবার স্মৃতি সংরক্ষণের জন্য চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে তুলে দেন।

ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলমের হাতে দ্রব্যাদির তালিকা তুলে দেন আন্নি ইসলামবাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলমের মাধ্যমে চাষী নজরুল ইসলামের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সংস্থা কর্তৃক পাওয়া মোট ৮০টি পদক, কিছু স্থিরচিত্র এবং ‘চন্দ্রনাথ’, ‘কাঠগড়া’, ‘দেবদাস’, ‘বাজিমাত’, ‘বিরহ ব্যথা’, ‘শুভদা’, ‘দুই পুরুষ’, ‘ভালো মানুষ’, ‘হাসন রাজা’, ‘সুভা’, ‘ধ্রুবতারা,’ ‘মেঘের পরে মেঘ’, ‘একজন যোদ্ধা’, ‘ভুল যদি হয়’, ‘রঙিন দেবদাস’, ‘শিল্পী’সহ মোট ২২টি চলচ্চিত্রের পাণ্ডুলিপি প্রদান করেন আন্নি ইসলাম।

এখন থেকে চাষী নজরুল ইসলামের এসক পদক, ছবি ও পাণ্ডুলিপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম মিউজিয়াম, ফিল্ম ভল্ট ও লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত