দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি আয়োজন করছে ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’। এবার প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। সেরা অংশগ্রহণকারীদের বাছাই করতে বিচারকদের প্যানেলে থাকছেন দেশের তিন খ্যাতিমান তারকা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও দিলারা হানিফ পূর্ণিমা। টফির প্ল্যাটফর্মে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে দেশি কনটেন্ট নির্মাতাদের নিয়ে চলতি মাসে শুরু হয় ‘টফি স্টার সার্চ’।
নাচ, গান, অভিনয়সহ যেকোনো বিষয়ে পারদর্শী দেশি নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও টফিতে আপলোড করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আপলোড করা ভিডিওতে মোট ভিউ ও রি-অ্যাকশনের ওপর ভিত্তি করে দেশের ৮টি বিভাগ থেকে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে প্রথম স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। এই রাউন্ডে প্রতিযোগীদের নির্বাচনের দায়িত্বে থাকবে ১৪ জন তারকার একটি জুরি প্যানেল। এই তারকার তালিকায় থাকছেন অভিনেতা মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, আব্দুন নুর সজল। অভিনেত্রী স্বাগতা, শ্রাবন্তী, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া। কণ্ঠশিল্পী প্রতীক হাসান, সন্ধি, নিশিতা বড়ুয়া ও ব্যান্ডের সাকিব চৌধুরী। চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস ও আবু হায়াত। বিচারকের আসনে থাকবেন সংবাদ পাঠিকা ফারজানা করিমও।
বাছাই করা সেরা ৩০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত স্টুডিও রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। মোট ১ কোটি টাকা সমমানের আকর্ষণীয় পুরস্কার পাবেন এই ৩০ জন প্রতিযোগী । প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।
টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি স্টার সার্চ-এর সম্মানিত বিচারক হিসেবে তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী এবং দিলারা হানিফ পূর্ণিমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। খ্যাতিমান এই শিল্পীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি, তাঁদের সামনে নিজেদের প্রতিভা পরিদর্শন করে স্বীকৃতি পাওয়া প্রতিযোগীদের জন্য একটি অমূল্য অভিজ্ঞতা হতে চলেছে।’
দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি আয়োজন করছে ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’। এবার প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। সেরা অংশগ্রহণকারীদের বাছাই করতে বিচারকদের প্যানেলে থাকছেন দেশের তিন খ্যাতিমান তারকা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও দিলারা হানিফ পূর্ণিমা। টফির প্ল্যাটফর্মে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে দেশি কনটেন্ট নির্মাতাদের নিয়ে চলতি মাসে শুরু হয় ‘টফি স্টার সার্চ’।
নাচ, গান, অভিনয়সহ যেকোনো বিষয়ে পারদর্শী দেশি নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও টফিতে আপলোড করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আপলোড করা ভিডিওতে মোট ভিউ ও রি-অ্যাকশনের ওপর ভিত্তি করে দেশের ৮টি বিভাগ থেকে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে প্রথম স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। এই রাউন্ডে প্রতিযোগীদের নির্বাচনের দায়িত্বে থাকবে ১৪ জন তারকার একটি জুরি প্যানেল। এই তারকার তালিকায় থাকছেন অভিনেতা মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, আব্দুন নুর সজল। অভিনেত্রী স্বাগতা, শ্রাবন্তী, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া। কণ্ঠশিল্পী প্রতীক হাসান, সন্ধি, নিশিতা বড়ুয়া ও ব্যান্ডের সাকিব চৌধুরী। চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস ও আবু হায়াত। বিচারকের আসনে থাকবেন সংবাদ পাঠিকা ফারজানা করিমও।
বাছাই করা সেরা ৩০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত স্টুডিও রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। মোট ১ কোটি টাকা সমমানের আকর্ষণীয় পুরস্কার পাবেন এই ৩০ জন প্রতিযোগী । প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।
টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি স্টার সার্চ-এর সম্মানিত বিচারক হিসেবে তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী এবং দিলারা হানিফ পূর্ণিমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। খ্যাতিমান এই শিল্পীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি, তাঁদের সামনে নিজেদের প্রতিভা পরিদর্শন করে স্বীকৃতি পাওয়া প্রতিযোগীদের জন্য একটি অমূল্য অভিজ্ঞতা হতে চলেছে।’
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৬ মিনিট আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
২ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৪ ঘণ্টা আগে