‘রাধে শ্যাম’ ডুবল গল্পে
হাতের রেখা যাই বলুক না কেন, কর্মই মানুষের ভাগ্য নির্ণয় করে। এমনটা প্রমাণ করতে ‘রাধে শ্যাম’ সিনেমায় ১৪০ মিনিট সময় নিলেন পরিচালক রাধা কৃষ্ণ কুমার। ঝকঝকে ইউরোপের লোকশনে চোখ যে কারো চোখ আটকাবে, তবে গল্পের প্লট খুবই দুর্বল। বলিউড হাঙ্গামার মতে, ‘বাহুবলী’ খ্যাত প্রভাস চিত্রনাট্যের কবলে পড়ে একেবারে দুর