Ajker Patrika

‘কৃশ-৪’-এর শুটিং শুরু জুনে, চূড়ান্ত হয়নি নায়িকা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬: ৪২
‘কৃশ-৪’-এর শুটিং শুরু জুনে, চূড়ান্ত হয়নি নায়িকা

‘বিক্রম ভেদা’ ছবির বলিউড রিমেকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন ও সাইফ আলি খান। আর এদিকে হৃতিকের বাবা নির্মাতা রাকেশ রোশন ‘কৃশ-৪’-এর কাজ শুরুর পরিকল্পনা করেছেন। আগামী জুনেই এ ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

‘কৃশ-৪’ ছবির প্রডাকশনের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, ‘এই ছবির মূল নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতা রাকেশ রোশন। তবে এ বছরের জুন থেকে ‘কৃশ-৪’-এর শুটিং শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

এদিকে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন। ‘বিক্রম ভেদা’র শুটিং শেষে আগস্ট থেকে ‘ফাইটার’ ছবির কাজ শুরু করার কথা রয়েছে তাঁর। ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন হৃতিক। এ বছরের শেষ দিকে শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফাইটারের প্রডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, টানা ১০০ দিন শুটিংয়ের কাজ করা হবে। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর ফাইটার রিলিজ হওয়ার কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৃশ-৪’ ছবিতে অনেক জটিল ও গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে হৃতিক রোশনকে। দৃশ্যায়নগুলো সময় সাপেক্ষ কাজ। সংগত কারণে ভালোভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রাকেশ রোশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত