দীর্ঘ ১৫ বছরের সফরে ইতি টানলেন উপস্থাপক আদিত্য নারায়ণ। গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ৬ মার্চ শো-এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী নীলাঞ্জনা রায়। রিয়েলিটি শো শেষ হতেই ‘সা রে গা মা পা’ ছাড়ার কথা জানান তিনি। প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে হলেও গানের দুনিয়ায় তেমন নাম করতে পারেননি। তবে সঞ্চালক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন।
আদিত্য তাঁর বাবা উদিত নারায়ণ, বিচারক শঙ্কর মহাদেবন, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানিসহ প্রতিযোগীদের সঙ্গে জড়িত শো-এর বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। বহু বছর ধরে ‘সা রে গা মা পা’ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য।
ইনস্টাগ্রাম পোস্টে ‘সা রে গা মা পা’ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে, আমি এমন একটি শো-এর হোস্টিং দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, যা আমাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার সুযোগ দিয়েছে। ১৮ বছর বয়সের যুবক থেকে পুরুষ, একজন সুন্দরী স্ত্রী এবং শিশুকন্যা! ১৫ বছর। ৯টা সিজন। ৩৫০ পর্ব। সময় সত্যিই বয়ে যাচ্ছে। ধন্যবাদ নীরাজ শর্মা, আমার ভাই। এখনও ভালো কিছু আসা বাকি আছে।’
গায়ক এবং শো-এর বিচারক বিশাল দাদলানি আদিত্যের পোস্টে মন্তব্য করেছেন। আরও অনেকেই আদিত্যের পোস্টে ভালোবাসা জানিয়েছেন এবং তাঁর সিদ্ধান্তকে সম্মান করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি আদিত্য এবং শ্বেতার কোল আলো করে আসে তাঁদের কন্যাসন্তান। সবাই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
দীর্ঘ ১৫ বছরের সফরে ইতি টানলেন উপস্থাপক আদিত্য নারায়ণ। গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ৬ মার্চ শো-এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী নীলাঞ্জনা রায়। রিয়েলিটি শো শেষ হতেই ‘সা রে গা মা পা’ ছাড়ার কথা জানান তিনি। প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে হলেও গানের দুনিয়ায় তেমন নাম করতে পারেননি। তবে সঞ্চালক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন।
আদিত্য তাঁর বাবা উদিত নারায়ণ, বিচারক শঙ্কর মহাদেবন, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানিসহ প্রতিযোগীদের সঙ্গে জড়িত শো-এর বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। বহু বছর ধরে ‘সা রে গা মা পা’ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য।
ইনস্টাগ্রাম পোস্টে ‘সা রে গা মা পা’ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে, আমি এমন একটি শো-এর হোস্টিং দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, যা আমাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার সুযোগ দিয়েছে। ১৮ বছর বয়সের যুবক থেকে পুরুষ, একজন সুন্দরী স্ত্রী এবং শিশুকন্যা! ১৫ বছর। ৯টা সিজন। ৩৫০ পর্ব। সময় সত্যিই বয়ে যাচ্ছে। ধন্যবাদ নীরাজ শর্মা, আমার ভাই। এখনও ভালো কিছু আসা বাকি আছে।’
গায়ক এবং শো-এর বিচারক বিশাল দাদলানি আদিত্যের পোস্টে মন্তব্য করেছেন। আরও অনেকেই আদিত্যের পোস্টে ভালোবাসা জানিয়েছেন এবং তাঁর সিদ্ধান্তকে সম্মান করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি আদিত্য এবং শ্বেতার কোল আলো করে আসে তাঁদের কন্যাসন্তান। সবাই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
২ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
২ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
২ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
২ ঘণ্টা আগে