Ajker Patrika

‘রাধে শ্যাম’ ডুবল গল্পে

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯: ৫৯
‘রাধে শ্যাম’ ডুবল গল্পে

হাতের রেখা যাই বলুক না কেন, কর্মই মানুষের ভাগ্য নির্ণয় করে। এমনটা প্রমাণ করতে ‘রাধে শ্যাম’ সিনেমায় ১৪০ মিনিট সময় নিলেন পরিচালক রাধা কৃষ্ণ কুমার। ঝকঝকে ইউরোপের লোকশনে চোখ যে কারো চোখ আটকাবে, তবে গল্পের প্লট খুবই দুর্বল। বলিউড হাঙ্গামার মতে, ‘বাহুবলী’ খ্যাত প্রভাস চিত্রনাট্যের কবলে পড়ে একেবারে দুর্বল।

‘রাধে শ্যাম’ সিনেমার দৃশ্যে প্রভাস ও পূজা হেগড়েবিক্রম আদিত্য (প্রভাস) জ্যোতিষচর্চায় দারুণ। যা বলে, তা হবে ভবিষ্যতে। এই বিক্রমের একটাই দোষ। বিক্রমের হাতের তালুতে প্রেমের রেখা নেই। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায় চিকিৎসক প্রেরণা, পূজা হেগড়ে। পূজার রূপে মগ্ন হয়ে বিক্রমের প্রেম শুরু! গল্পে আছে টুইস্টও। এটা না হয় গোপনই থাক। সিনেমা সমালোচকদের মতে, এই টুইস্ট সিনেমাকে খুব একটা শক্তপোক্ত করতে পারে না। লাভস্টোরিতে সাইন্সের ব্যাবহার মিলেমিশে ভালো কিছু হয়নি।

দুর্দান্ত ভিএফএক্স। মিঠুন, আমাল মালিক এবং মনন ভরদ্বাজের দারুণ মিউজিক। কিন্তু দুর্বল চিত্রনাট্য ও অভিনয়ের জন্য তা একেবারে ফিকে হয়ে যায়। বাহুবলীর সেই দাপুটে প্রভাস কিন্তু এই সিনেমায় হতাশই করেন। পূজাকে দেখতে মিষ্টি লেগেছে।

‘রাধে শ্যাম’ সিনেমার পোস্টারএই সিনেমায় যে ৩৫০ কোটি রুপি অর্থ খরচ হয়েছে তা ছবির প্রতিটি দৃশ্যে বোঝা গিয়েছে। গল্প দুর্বল হলে, শুধু চমকেই যে ছবি চলে না, তা যেন ফের প্রমাণ করল ‘রাধে শ্যাম’। বক্স অফিসেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত