হালের অন্যতম জনপ্রিয় বলিউড তারকা আলিয়া ভাটের ২৯তম জন্মদিন আজ। এত কম বয়সে যে পরিমাণ সাফল্য মহেশ ভাট তনয়ার ঝুলিতে, তা আর কোনো বলিউড অভিনেত্রীর নেই। জন্মদিনের বিশেষ দিনে আলিয়াকে দারুণ চমক দিল ‘ব্রহ্মাস্ত্র’ টিম। প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ফার্স্ট লুক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘ব্রহ্মাস্ত্র’র নির্মাতা অয়ন মুখার্জি। ভিডিওটি শেয়ার করে অয়ন লিখেছেন, ‘শুভ জন্মদিন, লিটল ওয়ান। সমস্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার জাদু তুমি অনুভব করিয়েছ, তোমার বিশেষ দিনে উদ্যাপন করার জন্য কিছু শেয়ার করা হলো...আমাদের ইশা-ব্রহ্মাস্ত্রের শক্তি-আমরা আমাদের চলচ্চিত্র থেকে প্রথম ভিজ্যুয়াল প্রকাশ করছি! ভালোবাসা, আলো, আগুন। এগিয়ে যাও।’
ভক্তদের জন্য ওই ভিডিও শেয়ার করেছেন আলিয়াও। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। ভিডিওটি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি। ইশার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এর চেয়ে ভালো দিন আর হয় না। অয়ন, মাই ওয়ান্ডার বয়, ভালোবাসি। ধন্যবাদ!’
ভিডিওতে আলিয়ার চরিত্রের বিভিন্ন রূপ দেখানো হয়েছে। প্রতিটি ঝলকেই মুগ্ধ ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন আলিয়া। ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন প্রযোজক করণ জোহরও।
এদিকে চর্চিত আছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনি রায়।
হালের অন্যতম জনপ্রিয় বলিউড তারকা আলিয়া ভাটের ২৯তম জন্মদিন আজ। এত কম বয়সে যে পরিমাণ সাফল্য মহেশ ভাট তনয়ার ঝুলিতে, তা আর কোনো বলিউড অভিনেত্রীর নেই। জন্মদিনের বিশেষ দিনে আলিয়াকে দারুণ চমক দিল ‘ব্রহ্মাস্ত্র’ টিম। প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ফার্স্ট লুক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘ব্রহ্মাস্ত্র’র নির্মাতা অয়ন মুখার্জি। ভিডিওটি শেয়ার করে অয়ন লিখেছেন, ‘শুভ জন্মদিন, লিটল ওয়ান। সমস্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার জাদু তুমি অনুভব করিয়েছ, তোমার বিশেষ দিনে উদ্যাপন করার জন্য কিছু শেয়ার করা হলো...আমাদের ইশা-ব্রহ্মাস্ত্রের শক্তি-আমরা আমাদের চলচ্চিত্র থেকে প্রথম ভিজ্যুয়াল প্রকাশ করছি! ভালোবাসা, আলো, আগুন। এগিয়ে যাও।’
ভক্তদের জন্য ওই ভিডিও শেয়ার করেছেন আলিয়াও। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। ভিডিওটি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি। ইশার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এর চেয়ে ভালো দিন আর হয় না। অয়ন, মাই ওয়ান্ডার বয়, ভালোবাসি। ধন্যবাদ!’
ভিডিওতে আলিয়ার চরিত্রের বিভিন্ন রূপ দেখানো হয়েছে। প্রতিটি ঝলকেই মুগ্ধ ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন আলিয়া। ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন প্রযোজক করণ জোহরও।
এদিকে চর্চিত আছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনি রায়।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে