অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে