Ajker Patrika

কাজ চাননি বলে অভিনয়ে লম্বা বিরতি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭: ১৬
কাজ চাননি বলে অভিনয়ে লম্বা বিরতি

‘মিস ইউনিভার্স’ হওয়ার পরপরই বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে পা ফেলেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর পর্দায় নিজের অভিনয়শৈলীতে ধীরে ধীরে দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও যেমন কুড়িয়েছেন, তেমনি ঝুলিতে ভরেছেন একাধিক পুরস্কার। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর নিয়মিত বড় পর্দায় দেখা যেত না তাঁকে। এরপর ২০১০-এর পর প্রায় ১০ বছর বড় পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে ফের অভিনেত্রী হিসেবেই ফিরলেন সুস্মিতা। তবে বড় পর্দায় নয়, হাজির হলেন ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, যে ধরনের সিনেমা ও চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন, সেরকম প্রস্তাব তাঁর কাছে আসছিল না। অতএব বাধ্য হয়েই তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।

সুষ্মিতা সেনসুচরিতা ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘অভিনয় থেকে ১০ বছরের যে বিরতি নিয়েছিলাম, সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল ক্যারিয়ার ও জীবনে থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড় পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এ ক্ষেত্রে রয়েছে, যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। বলতে চাইছি, নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত