Ajker Patrika

ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৪ 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৪ 

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ছোটমানিক গ্রামের আব্দুল জলিলের ছেলে সাগর (৩২), মাতাইশ মঞ্জিল মালঞ্চর মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪০), শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৫০) ও দমদমা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রী রতন চন্দ্র রায় (৩৮)। 

থানা সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা রাস্তার ওপর প্রকাশে ডিবি পুলিশের পরিচয়ে সিএনজির গতিরোধ করেন তাঁরা। পরে তল্লাশির নামে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় থানার উপপরিদর্শক মো. আনিছুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় আরও ৩-৪ দৌড়ে পালিয়ে যান। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আজ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত