Ajker Patrika

ট্রেনে ছিনতাইয়ের প্রতিবাদ করায় যাত্রীর নাক ফাটালেন রেলকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৫
ট্রেনে ছিনতাইয়ের প্রতিবাদ করায় যাত্রীর নাক ফাটালেন রেলকর্মীরা

রাজশাহীতে আন্তনগর এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের প্রতিবাদ করায় এক যাত্রীর নাক ফাটিয়েছেন রেলকর্মীরা। এক নারী যাত্রীর দামি মোবাইল ফোন, টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের প্রতিবাদ করায় তাঁর ওপর এই হামলা করেন ট্রেনের গার্ড ও ক্লিনাররা। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে রাজশাহীর সারদা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আজ মঙ্গলবার সকালে রাজশাহীর সারদা স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রী নামাতে কয়েক মিনিট যাত্রাবিরতি দেওয়া হয়। এ সময় ওই ট্রেনের ‘ঘ’ বগিতে বেশ কিছু যাত্রী বিনা টিকিটে উঠে পড়েন। ট্রেনের বেশির ভাগ যাত্রী তখন ঘুমে ছিলেন। 

ট্রেনটি ছাড়ার আগে ওই বগির কুমকুম নামের ঘুমন্ত এক যাত্রীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন দুই যুবক। এ সময় ওই নারী চিৎকার শুরু করলে অন্য যাত্রীরা বিষয়টি জানতে পারেন। ট্রেনের ভেতরে ছিনতাইয়ের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা।

পরে ট্রেনের গার্ড মনির হোসেন রাজ ও অ্যাটেনডেন্ট হাজির হলে যাত্রীরা তাঁদের ওপর চড়াও হন। এ সময় উত্তেজিত যাত্রীরা সন্দেহভাজন একজন ক্লিনারকে ধরে চড়-থাপ্পড়ও মারেন। এ ঘটনার পর ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে গার্ড মনির হোসেন রাজসহ কয়েকজন ক্লিনার ওই বগিতে থাকা যাত্রী শিমুল ইসলামকে বেধড়ক মারধর করেন। তাঁদের সংঘবদ্ধ হামলায় শিমুলের নাক ফেটে রক্তাক্ত হয়। এ সময় একজন সাংবাদিক ছবি তুলতে গেলে গার্ড মনির তাঁর ওপরও চড়াও হন। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিমুলের অভিযোগ, ‘ট্রেনে ছিনতাইকারী চক্রের সঙ্গে ক্লিনারসহ গার্ড ও অ্যাটেনডেন্টরা জড়িত। তা না হলে এত লোক হুট করে প্রথম শ্রেণির বগিতে ওঠার কথা নয়। এর প্রতিবাদ করায় গার্ড মনিরসহ কয়েকজন ক্লিনার আমাকে মারধর করেছেন। আমি এর বিচার চাই।’

রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহাদৎ হোসেন বলেন, মারামারির পর একজন যাত্রী অভিযোগ জানিয়েছেন। ওই ট্রেনের ক্লিনার লাল মিয়াও একটি অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘ট্রেনে ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই। তবে মারামারি হয়েছে বলে শুনেছি। স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত