মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বেয়াইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেনের (৫০) বিরুদ্ধে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আজিবর রহমান (৫০)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা। অন্যদিকে তাঁর বেয়াই দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ঊর্মি খাতুনের বিয়ে হয়। তাঁদের প্রেমের বিয়ে হওয়ায় উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল।
প্রত্যক্ষদর্শী নিতাই চন্দ্র বলেন, দেলোয়ার হোসেন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তাঁর দোকান রয়েছে। গতকাল বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেন। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
নওগাঁর মান্দায় বেয়াইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেনের (৫০) বিরুদ্ধে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আজিবর রহমান (৫০)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা। অন্যদিকে তাঁর বেয়াই দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ঊর্মি খাতুনের বিয়ে হয়। তাঁদের প্রেমের বিয়ে হওয়ায় উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল।
প্রত্যক্ষদর্শী নিতাই চন্দ্র বলেন, দেলোয়ার হোসেন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তাঁর দোকান রয়েছে। গতকাল বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেন। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
৭ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
৮ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
১৮ দিন আগে