Ajker Patrika

আ. লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, পাবনা
আ. লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি স্টিলের বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে অভিযানের পর থেকে আওয়ামী লীগের ওই নেতাসহ তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। 

উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদার ছেলে হেলাল তালুকদার (৪০)। 

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার ও তাঁর সহযোগীরা নৌকাযোগে পালিয়ে যান। পরে পুলিশ তাঁর বৈঠক ঘরে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের পাইপ দিয়ে তৈরি বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

এ ঘটনায় থানার উপপরিদর্শক নুরে আলম বাদী হয়ে রাতে একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে পলাতক হেলাল তালুকদারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি মাসুদ রানা। 

এ বিষয়ে ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তাঁর বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত