প্রতিনিধি
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে শয়নঘরে শাহিনুর বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিনুর ওই এলাকার রাশিদুল ইসলামের (৩৮) স্ত্রী।
নিহতের স্বামী রাশিদুল ইসলাম বলেন,' তিনি গতদিন তাঁর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। কে বা কারা তাঁর স্ত্রীকে হত্যা করে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ঘটনাস্থল থেকে গৃহবধূ শাহিনুরের ভাই নুর ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ ও গলায় কাটা জখম রয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বোনের স্বামী রাশিদুল ইসলামকে সন্দেহ করছেন বলেও জানান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুরের ওয়ালিয়া এলাকার খলিল শাহ’র মেয়ে শাহিনুরের সঙ্গে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বছর খানিক হয় রাশিদুল ইসলাম এক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিন দিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রাশিদুল ঢাকায় যান রিকশা চালাতে। বুধবার রাতে শাহিনুর বেগম রাতের খাবার খেয়ে দুই বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোররাতে দুই বছর বয়সী ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা এসে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহের সুরতহাল তৈরি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে শয়নঘরে শাহিনুর বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিনুর ওই এলাকার রাশিদুল ইসলামের (৩৮) স্ত্রী।
নিহতের স্বামী রাশিদুল ইসলাম বলেন,' তিনি গতদিন তাঁর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। কে বা কারা তাঁর স্ত্রীকে হত্যা করে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ঘটনাস্থল থেকে গৃহবধূ শাহিনুরের ভাই নুর ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ ও গলায় কাটা জখম রয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বোনের স্বামী রাশিদুল ইসলামকে সন্দেহ করছেন বলেও জানান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুরের ওয়ালিয়া এলাকার খলিল শাহ’র মেয়ে শাহিনুরের সঙ্গে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বছর খানিক হয় রাশিদুল ইসলাম এক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিন দিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রাশিদুল ঢাকায় যান রিকশা চালাতে। বুধবার রাতে শাহিনুর বেগম রাতের খাবার খেয়ে দুই বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোররাতে দুই বছর বয়সী ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা এসে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহের সুরতহাল তৈরি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১১ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৮ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
২১ দিন আগে