প্রতিনিধি
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে শয়নঘরে শাহিনুর বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিনুর ওই এলাকার রাশিদুল ইসলামের (৩৮) স্ত্রী।
নিহতের স্বামী রাশিদুল ইসলাম বলেন,' তিনি গতদিন তাঁর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। কে বা কারা তাঁর স্ত্রীকে হত্যা করে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ঘটনাস্থল থেকে গৃহবধূ শাহিনুরের ভাই নুর ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ ও গলায় কাটা জখম রয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বোনের স্বামী রাশিদুল ইসলামকে সন্দেহ করছেন বলেও জানান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুরের ওয়ালিয়া এলাকার খলিল শাহ’র মেয়ে শাহিনুরের সঙ্গে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বছর খানিক হয় রাশিদুল ইসলাম এক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিন দিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রাশিদুল ঢাকায় যান রিকশা চালাতে। বুধবার রাতে শাহিনুর বেগম রাতের খাবার খেয়ে দুই বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোররাতে দুই বছর বয়সী ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা এসে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহের সুরতহাল তৈরি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে শয়নঘরে শাহিনুর বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিনুর ওই এলাকার রাশিদুল ইসলামের (৩৮) স্ত্রী।
নিহতের স্বামী রাশিদুল ইসলাম বলেন,' তিনি গতদিন তাঁর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। কে বা কারা তাঁর স্ত্রীকে হত্যা করে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ঘটনাস্থল থেকে গৃহবধূ শাহিনুরের ভাই নুর ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ ও গলায় কাটা জখম রয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বোনের স্বামী রাশিদুল ইসলামকে সন্দেহ করছেন বলেও জানান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুরের ওয়ালিয়া এলাকার খলিল শাহ’র মেয়ে শাহিনুরের সঙ্গে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বছর খানিক হয় রাশিদুল ইসলাম এক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিন দিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রাশিদুল ঢাকায় যান রিকশা চালাতে। বুধবার রাতে শাহিনুর বেগম রাতের খাবার খেয়ে দুই বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোররাতে দুই বছর বয়সী ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা এসে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহের সুরতহাল তৈরি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫