Ajker Patrika

প্রেমের সম্পর্কের জেরে স্কুলশিক্ষার্থীকে হত্যা, গ্রেপ্তার ১ 

নেত্রকোনা প্রতিনিধি
প্রেমের সম্পর্কের জেরে স্কুলশিক্ষার্থীকে হত্যা, গ্রেপ্তার ১ 

নেত্রকোনার বারহাট্টার উপজেলায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাগর মিয়াকে (১৭) হত্যার ঘটনায় প্রধান আসামি হিরণ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। এর আগে গত শনিবার রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আসামি হিরণ মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাবারকান্দা (নয়নগর) গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

হত্যাকাণ্ডের শিকার  সাগর মিয়া কলমাকান্দার রামপুর গ্রামের সাহারালী ওরফে সাহর আলীর ছেলে। সে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাউসি এলাকায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আশিক উজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের দুই নম্বর আসামি মোছা সাদিয়া আক্তার পিংকী একই বিদ্যালয় ও শ্রেণিতে পড়াশোনাকালীন সময় সাগর মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পিংকী তার সহযোগীদের চাপে পড়ে সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে। পাশাপাশি সাগর মিয়ারকে খুন করবে বলে কথা দেয়। এরই জেরে গত ১২ আগস্ট কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সাগর মিয়াকে হত্যা করা হয়। দুদিন পর কলমাকান্দার বড়খাপন ইউনিয়নে জাঙ্গিয়ার বিলের দক্ষিণপাড়ে বেড়িবাঁধের পাশে গলায় রশি প্যাঁচানো অবস্থা সাগরের মরদেহ উদ্ধার করা হয়।   এ ঘটনায় ১৫ আগস্ট কলমাকান্দা থানায় মামলা করা হয়।

আশিক উজ্জামান আরও বলেন, ঘটনার পর থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি। গত শনিবার রাতে ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি হিরণ মিয়াকে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তাঁকে কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত