আফগান নারী ক্রিকেটারদের জন্য আইসিসির বিশেষ টাস্কফোর্স
আফগানিস্তানে গত কয়েক বছর ধরে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে। কারণ, তালেবানরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম, খেলাধুলায় দিয়েছে নিষেধাজ্ঞা। এবার আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা একটি টাস্কফোর্সও গঠন করেছে।