Ajker Patrika

ভারত-ইংল্যান্ড সিরিজের ট্রফিতে থাকছে শচীনের নাম, লর্ডসে উঠবে কবে

ক্রীড়া ডেস্ক    
শচীনের নাম থাকছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সঙ্গে। ছবি: ক্রিকইনফো
শচীনের নাম থাকছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সঙ্গে। ছবি: ক্রিকইনফো

টেস্ট ক্রিকেট সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে প্রথম দুইয়ে শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন। ব্যক্তিগত রেকর্ডেও সমৃদ্ধ এই দুই তারকা ক্রিকেটারের। দুই কিংবদন্তির নামে এখন হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এমনকি লর্ডসেও দেখা যাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেডিংলিতে শুরু হচ্ছে ২০ জুন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের সঙ্গে অ্যান্ডারসন-টেন্ডুলকারের নাম খোদাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভারত-ইংল্যান্ড সিরিজের নাম তাই হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় অ্যান্ডারসন, টেন্ডুলকার উভয়ই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন করবেন। ১১ জুন শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ইংল্যান্ডে হলে এত দিন বলা হতো ‘পতৌদি ট্রফি’। নামকরণ করা হয়েছিল ভারতের সাবেক দুই টেস্ট অধিনায়ক ইফতিখার আলী খান পতৌদি ও মানসুর আলী খান পতৌদির নামে। ইফতিখারের চেয়ে তাঁর ছেলে টেস্টে ভারতকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের মাঠে হলো তখন বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

লর্ডস টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ১৮৮ টেস্টে পেয়েছেন ৭০৪ উইকেট। অন্যদিকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ২০০ টেস্টের ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে করেন ১৫৯২১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি করেন।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত