ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেট সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে প্রথম দুইয়ে শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন। ব্যক্তিগত রেকর্ডেও সমৃদ্ধ এই দুই তারকা ক্রিকেটারের। দুই কিংবদন্তির নামে এখন হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এমনকি লর্ডসেও দেখা যাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেডিংলিতে শুরু হচ্ছে ২০ জুন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের সঙ্গে অ্যান্ডারসন-টেন্ডুলকারের নাম খোদাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভারত-ইংল্যান্ড সিরিজের নাম তাই হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় অ্যান্ডারসন, টেন্ডুলকার উভয়ই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন করবেন। ১১ জুন শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ইংল্যান্ডে হলে এত দিন বলা হতো ‘পতৌদি ট্রফি’। নামকরণ করা হয়েছিল ভারতের সাবেক দুই টেস্ট অধিনায়ক ইফতিখার আলী খান পতৌদি ও মানসুর আলী খান পতৌদির নামে। ইফতিখারের চেয়ে তাঁর ছেলে টেস্টে ভারতকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের মাঠে হলো তখন বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
লর্ডস টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ১৮৮ টেস্টে পেয়েছেন ৭০৪ উইকেট। অন্যদিকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ২০০ টেস্টের ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে করেন ১৫৯২১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি করেন।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
টেস্ট ক্রিকেট সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে প্রথম দুইয়ে শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসন। ব্যক্তিগত রেকর্ডেও সমৃদ্ধ এই দুই তারকা ক্রিকেটারের। দুই কিংবদন্তির নামে এখন হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এমনকি লর্ডসেও দেখা যাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেডিংলিতে শুরু হচ্ছে ২০ জুন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের সঙ্গে অ্যান্ডারসন-টেন্ডুলকারের নাম খোদাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভারত-ইংল্যান্ড সিরিজের নাম তাই হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় অ্যান্ডারসন, টেন্ডুলকার উভয়ই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন করবেন। ১১ জুন শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ইংল্যান্ডে হলে এত দিন বলা হতো ‘পতৌদি ট্রফি’। নামকরণ করা হয়েছিল ভারতের সাবেক দুই টেস্ট অধিনায়ক ইফতিখার আলী খান পতৌদি ও মানসুর আলী খান পতৌদির নামে। ইফতিখারের চেয়ে তাঁর ছেলে টেস্টে ভারতকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের মাঠে হলো তখন বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিষ্ঠাতাদের অন্যতম অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
লর্ডস টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের জুলাইয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ১৮৮ টেস্টে পেয়েছেন ৭০৪ উইকেট। অন্যদিকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকার ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ২০০ টেস্টের ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে করেন ১৫৯২১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি করেন।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৬ ঘণ্টা আগে