ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের কাছে গত মাসে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জেতে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এই জয়ে মুহাম্মদ ওয়াসিম ছিলেন।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন আমিরাত অধিনায়ক।
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে টপকে ২০২৫-এর মে মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। আজ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘মে মাসে আমরা শারজায় আমরা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয়ে আমিরাত ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দেশে যে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা বোঝা গেল। পুরো দলীয় প্রচেষ্টায় সিরিজটা জিতেছিলাম আমরা। অভিষিক্ত ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ওয়াসিম। এর আগে ২০২৪-এর এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আনন্দিত। আইসিসি ও অন্যান্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব যতটুকু, তাঁদের কাছেও ঠিক ততটা।’
২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে করেন ৩১৪ রান। চার ফিফটি ছিল গত মাসে। তাঁর চেয়ে বেশি রান মে মাসে করেন স্কটল্যান্ডের জর্জ মানসি। তাঁর ব্যাট থেকে গত মাসে ৭২.৬০ গড়ে আসে ৩৬৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি তিন ফিফটি ছিল মে মাসে। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে ৪ ম্যাচে ২০১ রান করেন। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। বোলিংয়ে নেন ৯ উইকেট।
বাংলাদেশের কাছে গত মাসে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জেতে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এই জয়ে মুহাম্মদ ওয়াসিম ছিলেন।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন আমিরাত অধিনায়ক।
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে টপকে ২০২৫-এর মে মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। আজ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘মে মাসে আমরা শারজায় আমরা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয়ে আমিরাত ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দেশে যে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা বোঝা গেল। পুরো দলীয় প্রচেষ্টায় সিরিজটা জিতেছিলাম আমরা। অভিষিক্ত ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ওয়াসিম। এর আগে ২০২৪-এর এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আনন্দিত। আইসিসি ও অন্যান্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব যতটুকু, তাঁদের কাছেও ঠিক ততটা।’
২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে করেন ৩১৪ রান। চার ফিফটি ছিল গত মাসে। তাঁর চেয়ে বেশি রান মে মাসে করেন স্কটল্যান্ডের জর্জ মানসি। তাঁর ব্যাট থেকে গত মাসে ৭২.৬০ গড়ে আসে ৩৬৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি তিন ফিফটি ছিল মে মাসে। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে ৪ ম্যাচে ২০১ রান করেন। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। বোলিংয়ে নেন ৯ উইকেট।
অবশেষে জাতীয় ক্রিকেট লিগে যুক্ত হয়েছে ময়মনসিংহ দল। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। মিঠু সংবাদমাধ্যমকে বলেন, ‘ময়মনসিংহ বিভাগকে (এন
৭ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত মুখ ঋতুপর্ণা চাকমা। তাঁর ফুটবল নৈপুণ্যে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপে। এরপর উঠে আসে তাঁর পারিবারিক জীবনের সংগ্রামের গল্প। তাঁকে নতুন বাড়ি উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগেঅ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে গত সপ্তাহে। দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। মাঠের ক্রিকেট তো বটেই, এর বাইরেও অনেক ঘটনায় হয়েছে আলোচনা-সমালোচনা। যার মধ্যে একটি ঘটনায় ভারতীয় ক্রিকেটারের শাস্তির দাবি করছেন বেন ডাকেটের শৈশবের কোচ।
১১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। জিতেছে পাকিস্তান। ম্যাচসেরা অবশ্য তিনি হতে পারেননি, হয়েছেন অভিষিক্ত হাসান নওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান টপকে যেতে নওয়াজ খেলেছেন ৫৪ বলে হার না মানা ৬৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান তাড়া করার নিজেদের নতুন...
১১ ঘণ্টা আগে