Ajker Patrika

একবার পেলেন জামিন, আবারও একই অভিযোগে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর পুরোনো অভিযোগ। ছবি: ক্রিকইনফো
সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর পুরোনো অভিযোগ। ছবি: ক্রিকইনফো

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে একবার গ্রেপ্তার হয়েছিলেন সচিত্র সেনানায়েকে। শ্রীলঙ্কার এই ক্রিকেটার তখন জামিনও পেয়েছিলেন। এমন ঘটনার দুই বছর না যেতেই পুরোনো অভিযোগে অভিযুক্ত হলেন সেনানায়েকে।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিররের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, সেনানায়েকের বিরুদ্ধে হাম্বানটোটার একটি উচ্চ আদালত ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন। শ্রীলঙ্কার নতুন দুর্নীতিবিরোধী আইনের অধীনে প্রথম ক্রিকেটার হিসেবে আজ তিনি অভিযুক্ত হলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ‘২০২০ সালে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী মৌসুমে সেনানায়েকে দুবাই থেকে দুই লঙ্কান ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই দুই ক্রিকেটারকে ম্যাচ পাতানোর কাজে প্রলুব্ধ করেছিলেন। এমন অভিযোগে তিনি এর আগে জামিনও পেয়েছিলেন।’ অভিযোগের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল ভয়েস রেকর্ডিং, অডিও ও তদন্ত প্রতিবেদন প্রমাণ হিসেবে আদালতে পেশ করেছেন।

এলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন সেনানায়েকে। ২১ মাস আগে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। এমনকি ভ্রমণ নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তখন। নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। গ্রেপ্তার হওয়ার পর অবশ্য জামিন পেতে বেশি সময় লাগেনি। প্রায় দুই বছর পর এবার নতুন দুর্নীতিবিরোধী আইনের অধীনেই ফেঁসে গেলেন লঙ্কান ক্রিকেটার।

আইসিসি শ্রীলঙ্কাকে দুর্নীতে অন্যতম শীর্ষ দেশ হিসেবে চিহ্নিত করার পর সাবেক ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো নতুন আইন নিয়ে আসেন। আরেক সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনদানন্দ আলুথগামাগে ২০২১ সালে সংসদে বলেছিলেন যে ম্যাচ ফিক্সিং শ্রীলঙ্কায় ব্যাপক হারে চলছে। পরবর্তীতে অজানা এক দুর্নীতির অভিযোগে ২০ বছরের জেল হয়ে যায়।

২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েকে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ। যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—শ্রীলঙ্কার দুই শিরোপা জয়ী দলে ছিলেন সেনানায়েকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত