Ajker Patrika

খাওয়া-দাওয়া সম্পন্ন, শেষ মুহূর্তে বন্ধ হলো বাল্যবিবাহ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
খাওয়া-দাওয়া সম্পন্ন, শেষ মুহূর্তে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার হোমনায় বাল্যবিবাহ করতে আসা দুই প্রবাসী বরকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগমারা গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধসহ এ জরিমানা আদায় করেন। 
 
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান জানান, উপজেলার বাগমারা গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই কনেদের একজন সপ্তম ও অপরজন নবম শ্রেণির ছাত্রী। 

বাগমারা গ্রামে গিয়ে দেখা যায়, অতিথিদের খাওয়া দাওয়া শেষ। কিছু পরেই বিয়ে সম্পন্ন হবে। এ সময় বিয়ে বন্ধ করে বাল্যবিবাহ করতে আসায় বর উপজেলার ঘাড়মোড়া মো. আইয়ুব আলীকে ১৫ হাজার টাকা এবং বিজয় নগর গ্রামের মো. মোস্তফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই সঙ্গে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েদের বিয়ে দিবে না মর্মে কনের পরিবারকে এবং অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে বিয়ে করবে না মর্মে বর পক্ষের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বাল্যবিবাহ করতে আসা দুই বরই প্রবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত