উদ্যোক্তারা শোনালেন তাঁদের সফলতার গল্প
বেকাররা শুধু দেশের নয়, পরিবারের কাছেও বোঝা। পরিবারের সদস্যরা সব সময় চান তাঁদের সন্তান যেন একটি সরকারি চাকরি করেন। এ জন্য নিজেদের শেষ সম্বল বিক্রি করে হলেও সন্তানকে দিতে চান সরকারি চাকরিতে। কিন্তু বাবা মায়ের সে ধারণা ভেঙে দিয়ে আজ আমি প্রতিষ্ঠিত।