Ajker Patrika

দাম কম, হিমাগারে পড়ে আছে আলু

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬: ১৩
দাম কম, হিমাগারে  পড়ে আছে আলু

আলুর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ কারণে বোদা উপজেলায় বিভিন্ন হিমাগারে আলু অযথা পড়ে আছে।

করোনার সময়ে বাজারে আলুর সংকট ও সরকারিভাবে আলুর চাহিদা থাকায় এর দাম বেশি ছিল। এ কারণে গত মৌসুমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আলুর চাষাবাদ করেন অনেক কৃষক। বর্তমানে একদিকে আলুর চাহিদা নেই বললেও চলে। তাই হাটবাজারে আলুর দাম কমে গেছে।

বোদা বাজারের ব্যবসায়ী দুলাল বলেন, ‘খেত থেকে আলু কিনতে হয়েছে ১২ টাকা কেজি দরে। সেসব আলু ৭ মাস রাখার পরেও একই দামে বিক্রি করতে হচ্ছে। আলু সংরক্ষণের জন্য ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছি। বর্তমানে আমার প্রায় ৬০০ মেট্রিক টন আলু হিমাগারে রয়েছে। সেগুলো তুলব কিনা তা নিয়ে চিন্তিত আছি।’

এ বিষয়ে উপজেলার কুড়ালীপাড়ার কৃষক কুঠুলু বলেন, ‘আমি আলু কিনেছি ১১ টাকা দরে। বর্তমান বাজারে একই দাম চলছে। এদিকে হিমাগার থেকে আলু তুলতে গেলে তাঁদের দিতে হবে কেজি প্রতি ৬ টাকা। অর্থাৎ যে আলু ১১ টাকায় কিনতে হলো সে আলু হিমাগার থেকে উত্তোলন করলে আরও ৬ টাকা যোগ করতে হবে। প্রতি কেজি আলুতে ৬ হতে ৭ টাকা লোকসান গুনতে হবে।’

উপজেলার কুড়ালীপাড়ার আরেক কৃষক ইউসুফ আলী বলেন, ‘কিছু আলু হিমাগার থেকে উত্তোলন করেছে। কিন্তু সেখানে অর্ধেকেরও বেশি আলু জমা আছে। দাম কম থাকায় আলু তুলতে পারছি না। যদি আলুর দাম না বাড়ে তাহলে আলু হিমাগার থেকে তুলে কী করব? মনে করি আলু তোলার চেয়ে হিমাগারে রেখে দাওয়া ভালো। এদিকে হিমাগার কর্তৃপক্ষ আলু হেমাগার থেকে তোলার জন্য বারবার বলছে।’ ইউসুফ আলীর মতো উপজেলার কয়েকজন কৃষক যারা হিমাগারে আলু রেখেছেন তাঁরা একই কথা বলেন। সেইসঙ্গে আলু ব্যবসায়ীরাও একই কথা জানান কৃষকদের মতো।

বেংহারী ইউনিয়নের কৃষক হামিদ বলেন, কয়েক বিঘা জমিতে গতবছর আলু চাষ করি। বাড়তি লাভের আসায় হিমাগারে কয়েক টন আলু রাখি। কিন্তু বর্তমানে আলুর দাম না থাকায় প্রায় লক্ষাধিক টাকা লোকসান হবে।

এ বিষয়ে তাসিঁ কোল্ড স্টোরেজের পরিচালক নূর নবী মজুমদার বলেন, তাসিঁ কোল্ড স্টোরেজের আলুর ধারণ ক্ষমতা ১ লাখ ১৩ হাজার মেট্রিক টন। শুরু থেকে কোটি কোটি টাকা ঋণের বোঝা নিয়ে এটি পরিচালনা করে আসছি এটি। আলু ব্যবসায়ী ও কৃষকেরা হিমাগার থেকে আলু তোলার সময় ব্যাংকের চাপ থাকে প্রচুর। বারবার বলার পরেও বড় ব্যবসায়ী ও কৃষকেরা আলু তুলছেন না। আর কিছুদিন পরে আলু হিমাগার থেকে বের করতে হবে। মাস খানেকের মধ্যে আলু নিতে না আসলে মাইকিং করে আলু বিক্রি করা হবে। এভাবে আলু বিক্রি করলেও আমার লোকসান হবে।’

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ জানান, বিগত বছরে ব্যবসায়ী ও কৃষকেরা আলুতে লাভ করায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। কিন্তু এবার দাম অনেকটা কম থাকায় কিছুটা ক্ষতি সবার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত