Ajker Patrika

পূজা অর্চনায় দামোদর ব্রত অনুষ্ঠান শেষ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ০৯
পূজা অর্চনায় দামোদর ব্রত অনুষ্ঠান শেষ

পঞ্চগড়ের বোদায় হিন্দু সম্প্রদায়ের মাসব্যাপী দামোদর ব্রত অনুষ্ঠান শেষ হয়েছে। এক মাস ধরে চলা এই পূজা অর্চনায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরে অনুষ্ঠান হয়।

গত ১৮ অক্টোবর দামোদর ব্রত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শান্তি, শৃঙ্খলা ও সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার এই অনুষ্ঠান শেষ হয়েছে।

দামোদর ব্রত অনুষ্ঠানের আহ্বায়ক নরেশ চন্দ্র জানান, প্রতিদিন গভীর রাত থেকে সূর্যোদয় পর্যন্ত কীর্তন-পূজা করা হয়। ভোর থেকে শুরু হয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত চলে। প্রতিবছর কার্তিক মাসে শুরু হয়ে অগ্রহায়ণের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে এই অনুষ্ঠান। মাসব্যাপী এই ব্রতের সময় আমিষ খাবারসহ আরও কিছু খাবার নিষেধ থাকে।

ব্রতে আসা নববিবাহিতা পুষ্পিতা বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের রোজার মতোই আমাদের ধর্মে তেমনই এটি। নিজের ও পরিবারের পাপমোচন, মঙ্গল কামনার এ আরাধনা করা হয়। তাই গভীর রাতে পাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকলেই এখানে আসেন।’

আয়োজন কমিটির সদস্য সুজন দাস জানান, মাসব্যাপী অনুষ্ঠানে ভক্তদের জন্য সকালে প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল। এ ব্রত অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির আঙিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত