Ajker Patrika

জমে উঠেছে ফরম তোলা-জমা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ৫০
জমে উঠেছে ফরম তোলা-জমা

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমে উঠছে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের আনন্দ ও উৎসাহ বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, চতুর্থ দফায় আগামী ২৬ ডিসেম্বর এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। তবে ইতিমধ্যে অনেকেই জমা দিতে শুরু করেছেন।

নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি মেনে উপজেলা পরিষদের বাইরে অনেক সমর্থকদের ভিড় করতে দেখা গেছে। লোক সমাগম ও সময়ের কথা বিবেচনায় রেখে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ আরও চারটি স্থানে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার বিকেল ৪টায় খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন পর্যন্ত চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত নারী পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে প্রায় তিন শতাধিক প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে কথা হয় বেংহারী বনগ্রাম ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দিতে আসা চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে আসার সময় অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচনী আচরণবিধির কথা মাথায় রেখে তাঁদের আসতে নিষেধ করেছি।’ নির্বাচনী পরিবেশে এ পর্যন্ত তিনি খুশি বলে জানান।

ঝলইশালশিড়ি ইউনিয়নে সংরক্ষিত পদের প্রার্থী ও বর্তমান সংরক্ষিত সদস্য মেরিনা আকতার বলেন, ‘বিগত বছরগুলোয়জনগণের সঙ্গে ছিলাম। আবারও মনোনয়নপত্র তুললাম। আগামী ২৫ তারিখ জমা দেব।’

চন্দনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মন্টেজ জানান, স্থানীয় জনগণের কথা বিবেচনা করে ও তাঁদের ইচ্ছেতেই তিনি প্রার্থী হচ্ছেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।

বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ঠিক রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত