Ajker Patrika

মাঠে নেই, নৌকা পেতে ঢাকায় মনোনয়নপ্রত্যাশীরা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৫৬
মাঠে নেই, নৌকা পেতে ঢাকায় মনোনয়নপ্রত্যাশীরা

পঞ্চগড়ের বোদা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের। শোনা যাচ্ছে উচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য অনেকে ঢাকায় অবস্থান করছেন।

গত ১০ নভেম্বর বোদা উপজেলার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আগামী ২৩ ডিসেম্বর এ উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ টিতে নৌকা পেতে ৫৪ জন মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে নিজেদের সমর্থন বেশি দেখানোর জন্য স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন।

ঢাকায় যাওয়া বোদা সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান মানিক গতকাল বুধবার এলাকায় ফিরে এসেছেন। তিনি বলেন, ‘আমি অনেকটা সবুজ সংকেত পেয়ে এলাকায় চলে এসেছি। আজ (বুধবার) সকাল থেকে মাঠে গিয়ে ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। তবে আশা করছি আজ অথবা কাল অনেকেই (মনোনয়ন প্রত্যাশী) চলে আসবে।’

জানা গেছে, গত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। তাঁরাসহ পরাজিত প্রার্থীরাও চেয়েছেন দলীয় মনোনয়ন।

বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি জানান, যোগ্য প্রার্থীদের যাচাই বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। ৫৪ জন মনোনয়ন চাইলেও ৪০ জনের মতো প্রার্থী ঢাকায় অবস্থান করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত