Ajker Patrika

লাখ টাকার কলা বিক্রি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ২৪
লাখ টাকার কলা বিক্রি

পঞ্চগড়ের বোদায় কলা চাষে ভাগ্য বদল হয়েছে সুনিল চন্দ্রের। চাষে ২০ হাজার খরচ করে তিনি ১ লাখের বেশি টাকায় কলা বিক্রি করেছেন। তাঁকে দেখে গ্রামের অনেকে এগিয়ে এসেছেন কলা চাষে।

বোদা উপজেলার মাটি ও আবহাওয়া চা, কলা চাষের উপযোগী। অন্যান্য ফসলে পরিচর্যা ও কীটনাশকের যে খরচ হয় সে হিসেবে কলা চাষে খরচ নেই বললেও চলে। দিন দিন বোদা উপজেলায় কলা চাষ বাড়ছে। মানুষ অন্যান্য ফসলের সঙ্গে পতিত জমিতে কলা চাষ করছেন।

সুনিল জানান, পরিবারে সব সময় অভাব অনটন লেগে থাকত। ঋণের কারণে তাঁর অনেক রাত নির্ঘুমে গেছে। তিনি বলেন, আমি পার্শ্ববর্তী দেবীগঞ্জ বেড়াতে গিয়ে দেখি সেখানে ব্যাপকভাবে কলা চাষ হচ্ছে। সেখানকার এক কৃষকের পরামর্শ নিয়ে ২৫ শতক জমিতে কলা চাষ শুরু করি। দুবছর দেখাশোনা করে আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছি। দুই বছরে আমি দুবার আমি কলা তুলেছি। আমার সব মিলে খরচ হয়েছে ২০ হাজার টাকা। আর সেখানে আয় করেছি এক লাখের বেশি টাকা।

সুনিল আরও বলেন, ‘আমার এই লাভের কথা শুনে অনেকে আমার কাছে আসছেন পরামর্শ নিতে। অনেকে আবার তৈরি করেছে বাগান। বর্তমানে মন্নাপাড়া, পাথরাজ, হরিপুরে কয়েক একর জমিতে কলা চাষ হচ্ছে।’

কৃষি বিভাগ বলছে, কলা চাষে কৃষকদের আগ্রহী করা হচ্ছে। আমরা বিভিন্ন সেমিনারে তাঁদের কলা চাষের ওপর বিভিন্ন পরামর্শ দিচ্ছি।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আর মামুন বলেন, সুনিলের দেখাদেখি অনেকে কলা চাষ শুরু করেছে। তাঁকে আদর্শ মনে করা হচ্ছে। শুরুটা তাঁর একান্ত প্রচেষ্টায় হয়েছে। পরবর্তীতে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত