বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
বেকাররা শুধু দেশের নয়, পরিবারের কাছেও বোঝা। পরিবারের সদস্যরা সব সময় চান তাঁদের সন্তান যেন একটি সরকারি চাকরি করেন। এ জন্য নিজেদের শেষ সম্বল বিক্রি করে হলেও সন্তানকে দিতে চান সরকারি চাকরিতে। কিন্তু বাবা মায়ের সে ধারণা ভেঙে দিয়ে আজ আমি প্রতিষ্ঠিত।
আজ সোমবার যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার গণমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলেন নিরঞ্জন রায়। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বামাকালি গ্রামের একজন শিক্ষিত যুবক।
২০১২ সালে এনজিও থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে নিরঞ্জন রায় গড়ে তোলেন পোলট্রি মুরগির খামার। সেই ১৫ হাজার টাকার খামার ১০ বছর পেরিয়ে বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ২০ লাখ টাকায়। প্রতিদিন তাঁর খামারে এখন কাজ করেন ১০ জন শ্রমিক।
নিরঞ্জন রায়ের মত সফলতার এমন গল্প বলতে এসেছেন পাচঁপীর ইউনিয়নের হিমালয় সেন। সেও আজ প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তাঁদের দুজনের প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনে অনেকে হতে চলেছেন উদ্যোক্তা।
হিমালয় সেন ২০১৬ সালে ডিগ্রি পাশ করে চাকরির পেছনে না ছুটে গড়ে তোলেন মাল্টা, লেবু ও পেয়ারা বাগান। এ ছাড়া তিনি গাভি পালন শুরু করেন। সেখান থেকে বর্তমানে মাসে তাঁর আয় আসে ১ লাখ টাকারও বেশি।
সোমবার যুব দিবসের অনুষ্ঠানে তাঁদের সফলতার গল্পগুলো তাঁরা সবাইকে শোনান। পরে যুব উন্নয়নের যুবক, যুবতীদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন।
বেকাররা শুধু দেশের নয়, পরিবারের কাছেও বোঝা। পরিবারের সদস্যরা সব সময় চান তাঁদের সন্তান যেন একটি সরকারি চাকরি করেন। এ জন্য নিজেদের শেষ সম্বল বিক্রি করে হলেও সন্তানকে দিতে চান সরকারি চাকরিতে। কিন্তু বাবা মায়ের সে ধারণা ভেঙে দিয়ে আজ আমি প্রতিষ্ঠিত।
আজ সোমবার যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার গণমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলেন নিরঞ্জন রায়। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বামাকালি গ্রামের একজন শিক্ষিত যুবক।
২০১২ সালে এনজিও থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে নিরঞ্জন রায় গড়ে তোলেন পোলট্রি মুরগির খামার। সেই ১৫ হাজার টাকার খামার ১০ বছর পেরিয়ে বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ২০ লাখ টাকায়। প্রতিদিন তাঁর খামারে এখন কাজ করেন ১০ জন শ্রমিক।
নিরঞ্জন রায়ের মত সফলতার এমন গল্প বলতে এসেছেন পাচঁপীর ইউনিয়নের হিমালয় সেন। সেও আজ প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তাঁদের দুজনের প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনে অনেকে হতে চলেছেন উদ্যোক্তা।
হিমালয় সেন ২০১৬ সালে ডিগ্রি পাশ করে চাকরির পেছনে না ছুটে গড়ে তোলেন মাল্টা, লেবু ও পেয়ারা বাগান। এ ছাড়া তিনি গাভি পালন শুরু করেন। সেখান থেকে বর্তমানে মাসে তাঁর আয় আসে ১ লাখ টাকারও বেশি।
সোমবার যুব দিবসের অনুষ্ঠানে তাঁদের সফলতার গল্পগুলো তাঁরা সবাইকে শোনান। পরে যুব উন্নয়নের যুবক, যুবতীদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার জ্ঞাত আয়-বহির্ভূত এক টাকার সম্পদ অর্জনের প্রমাণ বের করতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেই সম্পদ লিখে দেব। আমাকে ভয় দেখাতে এসব নাটক মঞ্চস্থ করছে। আমি বাংলাদেশ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করছি। আমৃত্যু করে যাব। সুতরাং, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’
৪ মিনিট আগেঅগ্রণী ব্যাংকের ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নুরজাহান গ্রুপের চার কর্ণধারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল।
১১ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন শেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তাঁর স্বজনদের অভিযোগ, চাষের জন্য তরমুজ খেত না দেওয়ায় পরিকল
৪৪ মিনিট আগেসিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানের পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
১ ঘণ্টা আগে