এই যন্ত্রণা কোথায় রাখবেন বাবা!
মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষ করেন বাবা। স্বপ্ন দেখেন, ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, চাকরি করে অভাবী সংসারে সচ্ছলতা আনবে। কিন্তু সেই ছেলের হাতে যদি সেই বাবা মারধরের শিকার হন, তাহলে তাঁর কেমন যন্ত্রণা হবে, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না।