Ajker Patrika

চাটমোহর-অষ্টমনিষা সড়কে গর্ত, দুর্ভোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ১০
চাটমোহর-অষ্টমনিষা সড়কে গর্ত, দুর্ভোগ

পাবনার চাটমোহর-অষ্টমনিষা সড়কের পৈলানপুর কবরস্থানের পাশের সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ সড়ক দিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন এলাকায় মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়ন ছাড়াও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সঙ্গে চাটমোহর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের সড়ক এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য অটোভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, নসিমন-করিমন, মোটরসাইকেল চলাচল করে।

এর আগেও সড়কটি ভেঙে যায়। তখন এলজিইডি কিছু ইট ফেলে গর্ত ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করে। তাতে সেখানকার ছোট স্লুইসগেট বন্ধ হয়ে বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসী কিছুদিন আগে স্লুইসগেটের নিচে গর্ত করে পানি বের করে দেন। এরপরই সড়কের অংশ ধসে পড়ে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ—তাঁরা এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু তার কোনো বাস্তবায়ন হচ্ছে না।

মোটরসাইকেলের চালক আতাউর রহমান স্বপন বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তিনি নিজেও এর আগেও গর্ত না দেখতে পেয়ে পড়ে আঘাত পেয়েছিলেন।

অটোরিকশার চালক ছকির উদ্দিন জানান, রাত-বিরাতে ওই স্থানে চলাচল করতে তাঁদের অনেক সমস্যা হয়। অনেক সময় একটু অসাবধান হলে যাত্রী পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। তাই গর্তটি দ্রুত সংস্থার করা দরকার।

ওই এলাকার ব্যবসায়ী রাশিদুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করেন। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য একমাত্র পাকা সড়ক এটি। কয়েক দফা সড়কটি ভেঙেছে। অথচ এলজিইডি অফিস কোনো ব্যবস্থা নিচ্ছে না।

চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. সুলতান আহমেদ বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ হলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, তিনি নিজেও সেখান দিয়ে যেতে পারেননি। উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কারণ চলাচল বন্ধ করা যাবে না। দ্রুত সমস্যা সমাধান করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত