Ajker Patrika

টাকা নেওয়ার অভিযোগ নাকচ চেয়ারম্যানের

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬: ৪০
টাকা নেওয়ার অভিযোগ নাকচ চেয়ারম্যানের

আশ্রয়ণ প্রকল্পের নামে হতদরিদ্রদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদ বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজের ব্যাখ্যা দিয়েছেন পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা। সেখানে তিনি দাবি করেছেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে কিছু ব্যক্তি তাঁকে হেয় করে ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ইউপি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ডিবিগ্রাম ইউনিয়নবাসীর প্রত্যক্ষ ভোটে তিনি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১২ অক্টোবর তথাকথিত চাচাতো ভাইদের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করা হয়েছে ইউএনওর কাছে। যে অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুই বছর আগে তাঁর তথাকথিত দুই চাচাতো ভাই আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। যে বিষয়টি তিনি আদৌ অবগত নন কিংবা এর আগে বিষয়টি ভুক্তভোগী কেউ তাঁকে জানায়নি।

নবীর উদ্দিন মোল্লা বলেন, দুই বছর আগে টাকা দিলেন ভুক্তভোগীরা, অথচ এত দিনে চেয়ারম্যানকে একবারও জানানোর প্রয়োজন মনে করেননি কেউ। এতেই বোঝা যায় অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন। মূলত আগামী ইউপি নির্বাচন নিয়ে কিছু অসাধু ব্যক্তি তাঁকে হেয় করে ফায়দা লুটতে চান বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবীর উদ্দিন মোল্লা বলেন, প্রকল্পের সবকিছু নিয়ন্ত্রণ ও দেখভাল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয় তাহলে সেটির দায়ভার তাঁর ওপর বর্তায়। এখানে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান-মেম্বারদের কিছুই করার সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত