Ajker Patrika

সেতু আছে রাস্তা নেই

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২: ১৬
সেতু আছে রাস্তা নেই

যাতায়াতের রাস্তা নেই, অথচ বিলের মাঝখানে নির্মাণ করে রাখা হয়েছে সেতু। আবার খালের ওপর সেতু আছে, নেই প্রয়োজনীয় সংযোগ সড়ক। অপ্রয়োজনীয় এমন সেতুর দেখা মিলবে পাবনার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপথে। অপরিকল্পিত এসব সেতু দিয়ে চলতে পারে না কোনো যানবাহন। ফলে কোনোটার ওপর শুকানো হচ্ছে পাটখড়ি, কোনোটার ওপর রাখা হয়েছে খড়ের পালা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে সেতু নির্মাণ সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।

চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের খলিশাগাড়ি বিল। গ্রাম থেকে এ বিলে যাতায়াতের রাস্তা নেই বললেই চলে। অথচ বিলের মাঝেই নির্মাণ করা হয়েছে একটি সেতু। ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট কর্মসূচির অধীনে এই সেতুটি নির্মাণ করা হয়, যাতে ব্যয় দেখানো হয়েছে ৩২ লাখ ৫২ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ও সাইফুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, গ্রামে ও বিলে যাতায়াতের জন্য প্রয়োজন রাস্তার। কিন্তু সেই রাস্তা না করে, সেতু বানিয়ে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। সেতুটি মানুষের কোনো উপকারেই আসছে না।

একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সিংগা খালের ওপর ২০১৫-১৬ অর্থবছরে নির্মাণ করা হয়েছে একটি সেতু, যাতে ব্যয় হয়েছে ২১ লাখ ৩৫ হাজার টাকা। এই সেতুর দুপাশেও নেই চলাচলের প্রয়োজনীয় রাস্তা। ফলে এটিও কোনো উপকারে আসছে না।

এদিকে নিমাইচড়া গ্রামে সেতু নির্মাণ হলেও সেটি প্রায় ২০ ফুট উঁচু।

সংযোগ সড়কের বেহাল অবস্থার ফলে কষ্ট বেড়েছে মানুষের। উঁচু খাড়া সেতুতে উঠতে-নামতে নাভিশ্বাস ওঠে বয়স্ক ও শিশুদের।

এ বিষয়ে কথা বলতে রাজি হননি চাটমোহর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান। তিনি বলেন, ‘আপনি তথ্য চাইলে দিতে পারব, কিন্তু মিডিয়ার সঙ্গে কথা বলতে পারব না।’

সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নরসিংহপুর গ্রামে খালের ওপর একটি সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। যাতায়াত কিংবা কোনো যানবাহন নিয়ে চলার উপায় নেই। ফসল আনা-নেওয়া করতেও দুর্ভোগের শেষ থাকে না। ভুক্তভোগী কৃষক আব্দুল জব্বার ও ছাবেদ আলী বলেন, ‘ব্রিজ যখন করলই, তাইলে রাস্তাটাও কইরে দেওয়া লাগত। খামাখা এই ব্রিজ দিয়ে তোলা লাভ হয় নাই। ব্রিজে উঠানামা করতে রাস্তা দরকার। খুব কষ্ট হয়।’

ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের পশ্চিমপাড়া খালের ওপর নির্মিত সেতুটিরও একই অবস্থা। বর্ষা মৌসুমে সংযোগ সড়ক পানিতে তলিয়ে থাকে। সেতুর ওপর রাখা হয়েছে খড়ের পালা। শুকানো হচ্ছে পাটখড়ি।

শুধু চাটমোহর, ফরিদপুর ও সুজানগর উপজেলায়ই নয়। এ রকম অসংখ্য সেতু রয়েছে পাবনার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপথে। এসব সেতু উপকারের পরিবর্তে উল্টো দুর্ভোগ বাড়িয়েছে এলাকাবাসীর। অভিযোগ রয়েছে, এসব সেতুর নির্মাণকাজও নিম্নমানের। এলাকাবাসী বাধা দিলেও তোয়াক্কা করেননি ঠিকাদারেরা। ঠিকাদারের সঙ্গে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করে সরকারি অর্থের লুটপাট করেছে।

এ ধরনের অপরিকল্পিত ব্রিজ নির্মাণ সম্পর্কে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান সোহেল রানা বলেন, কোনো পরিকল্পনা না করেই প্রকল্পের শেষ পর্যায় এসে পকেট ভারী করতেই তড়িঘড়ি করে অপরিকল্পিতভাবে সেতুগুলো নির্মাণ করা হয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্মাণ হলে এগুলো মানুষের কাজে লাগত এবং সরকারি অর্থের অপচয় হতো না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, সেতু নির্মাণ হলেও প্রয়োজনীয় সংযোগ সড়ক নেই, এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই। তবে এ ধরনের কোনো সেতু থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত