Ajker Patrika

ব্রিজ যখন গলার কাঁটা

প্রতিনিধি, চাটমোহর (পাবনা) 
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৭
ব্রিজ যখন গলার কাঁটা

সড়কপথে চলাচলের সুবিধার্থে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া উত্তরপাড়ায় ২৪ লাখ ৫৪ হাজার ৯২০ টাকায় চিকনাই নদীর ওপর নির্মাণ করা হয় একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজটিই এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের অবকাঠামো ও সংযোগ সড়ক নিচু হওয়ায় সড়ক ও নৌ উভয় পথেই চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েছেন এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, রাস্তা নিচু হওয়ায় নদীর পানিতে এখন ব্রিজের দুই পাশ জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। আবার ব্রিজ নিচু হওয়ায় নৌকা নিয়ে চলাচলও করা যাচ্ছে না। সরকারি অর্থে ব্রিজটি নির্মাণ করা হলেও তা এখন এলাকাবাসীর কোন উপকারেই আসছে না। 

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে গত বছর ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কটি উঁচু করা হয়নি। পানির কারণে ব্রিজটি এখন ক্ষতির সম্মুখীন। 

স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, আমরা রাস্তার ওপর দিয়েও যেতে পারছি না। নিচ দিয়েও যেতে পারছি না। এই ব্রিজ আমাদের কোন উপকারে আসছে না। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানান, চলতি বছরের জুনে ব্রিজের নির্মাণকাজ শেষ হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া প্রকল্প অনুযায়ী ব্রিজের স্থান, উচ্চতা ও প্রশস্ততা নির্ধারণ করা হয়েছে। ব্রিজ নির্মাণের সময় কারও কোন অভিযোগ ছিল না। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত