প্রতিনিধি, পাবনা ও চাটমোহর
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে না। অভিযোগ উঠেছে, যেকোনো জরুরি রোগী গেলেই ঠিকমতো চিকিৎসা না দিয়ে পাবনা অথবা রাজশাহীতে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসকেরা। শুধু তাই নয়, যেসব রোগীকে ভর্তি করানো হয়, তাঁদের দ্রুত শয্যায় নিতে কতিপয় নার্স গড়িমসি করেন। রোগীর দিকে ঠিকমতো নজর না দিয়ে তাঁরা খোশগল্পে বেশি ব্যস্ত থাকেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেন।
কয়েকজন ভুক্তভোগী বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীকে চিকিৎসা দিতে প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু বর্তমানে সেখানে কর্মরত চিকিৎসকেরা রোগীকে ভালোমতো চিকিৎসা দেন না। ঠিকমতো না দেখেই স্বজনদের বলেন, রোগীর অবস্থা ভালো না। এখানে চিকিৎসা হবে না। দ্রুত পাবনা বা রাজশাহীতে নিয়ে যান। আর যেসব রোগী ভর্তি করেন, তাঁদের দ্রুত শয্যায় দিতে নার্সদের অবহেলার শিকার হতে হয়।
ক্ষোভ প্রকাশ করে চাটমোহরের মথুরাপুর জবেরপুর গ্রামের রেজাউল করিম তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন 'জবেরপুর গ্রামের আজিজুল হককে গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান রোগীকে না দেখে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে বিষয়টি তিনি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে সেই রোগীকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।'
পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার শিহাব আকরাম বলেন, ``গত ৩০ জুলাই পায়ের হাঁটু কেটে গিয়ে হাড়ে আঘাত লেগেছিল। সেলাই করে প্লাস্টার করে দেওয়ার মতো। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে প্রাথমিক কোনো চিকিৎসা না দিয়ে দেখেই বলে দেন পাবনায় চলে যান। এখানে হবে না। পরে টিএইচ সাহেবকে ফোন দিলে তাঁর সুপারিশে আমাকে চিকিৎসা দেওয়া হয়। এখন আমি প্রায় সুস্থ।'
বাহাদুরপুর গ্রামের মঞ্জু হোসেন বলেন, `সম্প্রতি আমি আমার বাবার হার্টের সমস্যা হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত দুজন চিকিৎসক ঠিকমতো না দেখেই বলে দেন পাবনা বা রাজশাহীতে নিয়ে যান, এখানে ভালো চিকিৎসা হবে না। তার পরও চাপাচাপি করলে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভর্তির কাগজ নিয়ে ওপরে গেলে নার্সরা আমার বাবাকে বেডে নিতে বিলম্ব করেন। তাঁরা তাঁদের খোশগল্প নিয়েই বেশি ব্যস্ত ছিলেন।'
অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান বলেন, `অভিযোগ সত্য নয়। আমরা সাধ্যের মধ্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। কোনো রোগীর অবস্থা বেশি খারাপ থাকলে তাদের রেফার্ড করি। তা ছাড়া প্রাথমিক চিকিৎসা দিতে আমাদের অনীহা নেই। কেউ যদি মনে করেন তাঁর রোগীকে চিকিৎসা দেইনি, তাহলে তিনি স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে পারেন। আমি সেখানে জবাব দেব।'
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল বলেন, `একজন ভুক্তভোগী এসেছিলেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছি। যাঁরা চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অবশ্যই যে চিকিৎসকের দ্বারা হয়রানি হয়েছেন তাঁর নাম, পদবি উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।'
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে না। অভিযোগ উঠেছে, যেকোনো জরুরি রোগী গেলেই ঠিকমতো চিকিৎসা না দিয়ে পাবনা অথবা রাজশাহীতে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসকেরা। শুধু তাই নয়, যেসব রোগীকে ভর্তি করানো হয়, তাঁদের দ্রুত শয্যায় নিতে কতিপয় নার্স গড়িমসি করেন। রোগীর দিকে ঠিকমতো নজর না দিয়ে তাঁরা খোশগল্পে বেশি ব্যস্ত থাকেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেন।
কয়েকজন ভুক্তভোগী বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগীকে চিকিৎসা দিতে প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু বর্তমানে সেখানে কর্মরত চিকিৎসকেরা রোগীকে ভালোমতো চিকিৎসা দেন না। ঠিকমতো না দেখেই স্বজনদের বলেন, রোগীর অবস্থা ভালো না। এখানে চিকিৎসা হবে না। দ্রুত পাবনা বা রাজশাহীতে নিয়ে যান। আর যেসব রোগী ভর্তি করেন, তাঁদের দ্রুত শয্যায় দিতে নার্সদের অবহেলার শিকার হতে হয়।
ক্ষোভ প্রকাশ করে চাটমোহরের মথুরাপুর জবেরপুর গ্রামের রেজাউল করিম তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন 'জবেরপুর গ্রামের আজিজুল হককে গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান রোগীকে না দেখে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে বিষয়টি তিনি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে সেই রোগীকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।'
পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার শিহাব আকরাম বলেন, ``গত ৩০ জুলাই পায়ের হাঁটু কেটে গিয়ে হাড়ে আঘাত লেগেছিল। সেলাই করে প্লাস্টার করে দেওয়ার মতো। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে প্রাথমিক কোনো চিকিৎসা না দিয়ে দেখেই বলে দেন পাবনায় চলে যান। এখানে হবে না। পরে টিএইচ সাহেবকে ফোন দিলে তাঁর সুপারিশে আমাকে চিকিৎসা দেওয়া হয়। এখন আমি প্রায় সুস্থ।'
বাহাদুরপুর গ্রামের মঞ্জু হোসেন বলেন, `সম্প্রতি আমি আমার বাবার হার্টের সমস্যা হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত দুজন চিকিৎসক ঠিকমতো না দেখেই বলে দেন পাবনা বা রাজশাহীতে নিয়ে যান, এখানে ভালো চিকিৎসা হবে না। তার পরও চাপাচাপি করলে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভর্তির কাগজ নিয়ে ওপরে গেলে নার্সরা আমার বাবাকে বেডে নিতে বিলম্ব করেন। তাঁরা তাঁদের খোশগল্প নিয়েই বেশি ব্যস্ত ছিলেন।'
অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান বলেন, `অভিযোগ সত্য নয়। আমরা সাধ্যের মধ্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। কোনো রোগীর অবস্থা বেশি খারাপ থাকলে তাদের রেফার্ড করি। তা ছাড়া প্রাথমিক চিকিৎসা দিতে আমাদের অনীহা নেই। কেউ যদি মনে করেন তাঁর রোগীকে চিকিৎসা দেইনি, তাহলে তিনি স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে পারেন। আমি সেখানে জবাব দেব।'
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল বলেন, `একজন ভুক্তভোগী এসেছিলেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছি। যাঁরা চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অবশ্যই যে চিকিৎসকের দ্বারা হয়রানি হয়েছেন তাঁর নাম, পদবি উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।'
একসময় নদী ছিল এই দেশের মেরুদণ্ড। নৌকাই ছিল চলাচলের প্রধান মাধ্যম। সময় বদলেছে, নদী সরে গেছে পেছনে, তবে নৌকার চাহিদা হারিয়ে যায়নি। বরং প্রকৃতির আচমকা রূপে যখন আগাম বৃষ্টি নামে, তখন আবার ফিরেও আসে নৌকার প্রয়োজন। ঠিক যেমনটা ঘটেছে এ বছর।
১১ মিনিট আগেঅসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
১ ঘণ্টা আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আদিবা ওই গ্রামের রাজ্জাক মাস্টার বাড়ির কাপড় ব্যবসায়ী মুমিত মুনসীর মেয়ে।
১ ঘণ্টা আগেরাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমি থেকে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়া হয়েছে। উচ্ছেদের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অভিযোগ করেছে রেলপথ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে