Ajker Patrika

দুই হাত হারানো শিক্ষার্থী সাব্বিরের চোখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

প্রতিনিধি, পাবনা ও চাটমোহর
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৩: ১৪
দুই হাত হারানো শিক্ষার্থী সাব্বিরের চোখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের (১৬) দুটি কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করেছিল চাটমোহর উন্নয়ন ফোরাম। এবার এই ফোরামের পক্ষ থেকে তাকে একটি মুদিদোকান করে দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার দুপুরে দাঁথিয়া কয়রাপাড়া বাজারে ‘সাব্বির স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফোরামের সভাপতি, র‍্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক। তিনি সাব্বিরের দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে কয়েকটি পণ্যও কেনেন। কৃত্রিম হাত এবং কর্মসংস্থান পাওয়ায় আগামী দিনে নিজে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে সাব্বির ও তার পরিবার।

এ সময় ফোরামের পক্ষ থেকে দুজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া এইচ উমর হাউজিং লিমিটেডের উদ্যোগে ৬৫ জন অসহায় কর্মহীনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

দাঁথিয়া কয়রাপাড়া বাজারে ‘সাব্বির স্টোর’ এর আনুষ্ঠানিক উদ্বোধনজানা যায়, সাব্বির হাসান পাবনার চাটমোহর উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। বছরখানেক আগে পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হওয়ায় এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের দুই হাত কেটে ফেলতে হয়। এমন পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়ায় চাটমোহর উন্নয়ন ফোরাম। প্রায় দুই লাখ টাকা খরচ করে কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করা হয়। এবার এক লাখ দশ হাজার টাকা ব্যয় করে একটি মুদিদোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো।
 
দোকান উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. কাজী রকিবুল ইসলাম, সহসভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম, সদস্যসচিব বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ওসমান গণি।

এ সময় ফোরামের কোষাধ্যক্ষ শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে কর্মরত নাজির হোসেন, সদস্য নাসির হোসেন, দপ্তর সম্পাদক এইচ উমর হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত