চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে এবং চিকিৎসকদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১১টায় ভর্তির পর বেলা ৩টায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।
সালেহা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী।
বৃদ্ধার ছোট ছেলে আবুল কালাম আজাদ জানান, বুধবার সকালে তাঁর বড় ভাই আব্দুস সালাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ বড় ভাইকে দেখার জন্য সকাল ১০টার পর তাঁর মা সালেহা খাতুন হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ তাঁর মাও অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসক তাঁর মাকে প্রাথমিকভাবে দেখে ওষুধ লিখে হাসপাতালে ভর্তি করে বেডে পাঠিয়ে দেয়।
আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘আমরা ওষুধ নিয়ে এসে দুই ঘণ্টা অপেক্ষা করেছি, বারবার ডাক্তার, নার্সদের ডেকেছি। কিন্তু তাঁরা আমার মায়ের কাছে আসেনি এবং কোনো চিকিৎসাও দেয়নি। বেলা ৩টার দিকে আমার অসুস্থ মা হাসপাতালেই বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে মারা গেছে।’
আজাদ আরও বলেন, ‘‘শুধুমাত্র ডাক্তারদের অবহেলায় আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালে মারা গেল। আমি এই সকল অপরাধী ডাক্তারদের শাস্তি চাই। আগামীকাল এই সকল ডাক্তারদের শাস্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেব।’’
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখব। এ ছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।’
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে এবং চিকিৎসকদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১১টায় ভর্তির পর বেলা ৩টায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।
সালেহা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী।
বৃদ্ধার ছোট ছেলে আবুল কালাম আজাদ জানান, বুধবার সকালে তাঁর বড় ভাই আব্দুস সালাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ বড় ভাইকে দেখার জন্য সকাল ১০টার পর তাঁর মা সালেহা খাতুন হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ তাঁর মাও অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসক তাঁর মাকে প্রাথমিকভাবে দেখে ওষুধ লিখে হাসপাতালে ভর্তি করে বেডে পাঠিয়ে দেয়।
আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘আমরা ওষুধ নিয়ে এসে দুই ঘণ্টা অপেক্ষা করেছি, বারবার ডাক্তার, নার্সদের ডেকেছি। কিন্তু তাঁরা আমার মায়ের কাছে আসেনি এবং কোনো চিকিৎসাও দেয়নি। বেলা ৩টার দিকে আমার অসুস্থ মা হাসপাতালেই বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে মারা গেছে।’
আজাদ আরও বলেন, ‘‘শুধুমাত্র ডাক্তারদের অবহেলায় আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালে মারা গেল। আমি এই সকল অপরাধী ডাক্তারদের শাস্তি চাই। আগামীকাল এই সকল ডাক্তারদের শাস্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেব।’’
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখব। এ ছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে