Ajker Patrika

চিকিৎসকদের অবহেলায় চাটমোহর হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চিকিৎসকদের অবহেলায় চাটমোহর হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে এবং চিকিৎসকদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১১টায় ভর্তির পর বেলা ৩টায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।

সালেহা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী। 

বৃদ্ধার ছোট ছেলে আবুল কালাম আজাদ জানান, বুধবার সকালে তাঁর বড় ভাই আব্দুস সালাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ বড় ভাইকে দেখার জন্য সকাল ১০টার পর তাঁর মা সালেহা খাতুন হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ তাঁর মাও অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসক তাঁর মাকে প্রাথমিকভাবে দেখে ওষুধ লিখে হাসপাতালে ভর্তি করে বেডে পাঠিয়ে দেয়। 

আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘আমরা ওষুধ নিয়ে এসে দুই ঘণ্টা অপেক্ষা করেছি, বারবার ডাক্তার, নার্সদের ডেকেছি। কিন্তু তাঁরা আমার মায়ের কাছে আসেনি এবং কোনো চিকিৎসাও দেয়নি। বেলা ৩টার দিকে আমার অসুস্থ মা হাসপাতালেই বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে মারা গেছে।’ 

আজাদ আরও বলেন, ‘‘শুধুমাত্র ডাক্তারদের অবহেলায় আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালে মারা গেল। আমি এই সকল অপরাধী ডাক্তারদের শাস্তি চাই। আগামীকাল এই সকল ডাক্তারদের শাস্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেব।’’ 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখব। এ ছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত