বন্য হাতি নষ্ট করেছে ২০০ একর জমির ধান
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় প্রায় ২০০ একর জমির ধান নষ্ট করছে বন্য হাতি। খেয়ে ও পায়ে মাড়িয়ে দেড় শতাধিক কৃষকের এসব ফসল নষ্ট করে। গত ২০-২৫ দিনে ৪০-৫০টি বন্য হাতির একটি দল খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে। ফলে দুশ্চিন্তায় সময় কাটছে কৃষকদের। বেশি দুশ্চিন্তা করছেন অন্যের জমিতে বর্গায় চাষাব