Ajker Patrika

শেরপুর-মানিকগঞ্জের খেলা ৩-৩ গোলে ড্র

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ৩০
শেরপুর-মানিকগঞ্জের  খেলা ৩-৩ গোলে ড্র

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপবঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলায় শেরপুর ও মানিকগঞ্জ জেলা দল ৩-৩ গোলে ড্র করেছে। গতকাল শুক্রবার বিকেলে শেরপুর ভেন্যুতে এই খেলা হয়।

শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) খেলার আয়োজন করে।

সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

খেলার প্রথমার্ধে শেরপুর জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মানিকগঞ্জ জেলা দল আক্রমণের পর আক্রমণ চালিয়ে আরও দুই গোল করে খেলায় সমতা ফেরায়। পরে আর কোনো গোল না হওয়া অমীমাংসিতভাবেই শেষ হয় খেলাটি। আগামী ৬ ডিসেম্বর শেরপুর জেলা দল মানিকগঞ্জে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে।

এর আগে খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার (এসপি) মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২১ এর খেলায় মেঘনা গ্রুপে হোম-অ্যাওয়ে ভিত্তিতে আটটি দল খেলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত