Ajker Patrika

বর্ণাঢ্য আয়োজনে শেরপুর মুক্ত দিবস উদ্‌যাপন

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৫
বর্ণাঢ্য আয়োজনে শেরপুর মুক্ত দিবস উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এক বর্ণাঢ্য র‍্যালি বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে র‍্যালিটি শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দিবস উপলক্ষে বেলুন ও পায়রা ওড়ানো হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. আতিউর রহমান আতিক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ। পরে দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত