Ajker Patrika

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা সমঝোতা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা সমঝোতা

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের উদ্যোগে নকলায় ইউপি নির্বাচনে শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্ভূত অবস্থার নিরসন হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভা হয়।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে সভায় ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত অবস্থার আলোকে ময়মনসিংহ বিভাগীয় মেয়র অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এবং নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ দুঃখ প্রকাশ করায় বিষয়টির সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিরসন হয়।

একই সাথে মেয়র হাফিজুর রহমান লিটনের অনুসারীরা সাংবাদিক নেতৃবৃন্দকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আপত্তিকর পোস্ট দিয়েছে তা উঠিয়ে নেওয়ারও সিদ্ধান্ত হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, শেরপুরে শান্তিপূর্ণ অবস্থা ধরে রাখার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আমরা চাই সবাই মিলে সুন্দর শেরপুর গড়ে তুলব। এ জন্য কোনভাবেই অনভিপ্রেত ঘটনা আমাদের কাম্য নয়।

সভায় শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন বলেন, গত ২৮ নভেম্বর সৃষ্ট ঘটনাটি ভুল বোঝাবুঝির মধ্যে হয়ে গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এ জন্য জনপ্রতিনিধিদের সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নকলা উপজেলায় ইউপি নির্বাচনে সাংবাদিক জুবাইদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত