Ajker Patrika

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিষ্কার করল শেখ রাসেল পরিষদ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৮
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিষ্কার করল শেখ রাসেল পরিষদ

‘নালিতাবাড়ী মুক্ত দিবস’ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিষ্কার করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। গতকাল সোমবার সকালে পৌর শহরের আড়াইআনী বাজার এলাকার ওই স্মৃতিস্তম্ভ পরিষ্কার করা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, দিনটি আমাদের জন্য গৌরবের। শহীদদের স্মৃতিতে নির্মিত এই স্মৃতিস্তম্ভ অযত্ন আর অবহেলায় পড়ে থাকে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে স্মরণ রাখতে আমরা এই কর্মসূচি পালন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক, শেখ রাসেল জাতীয় শিশু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য ইউসুফ জামিল, আরাফাত হাসান সোয়াদ, আপু আফ্রীদী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আব্দুল হাকিমসহ অন্যান্য সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত