Ajker Patrika

নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদের ৬টি কক্ষের তালা ভেঙে চুরির অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১: ১৬
নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদের ৬টি কক্ষের তালা ভেঙে চুরির অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টি কক্ষের তালা ভেঙে চুরির অভিযোগ পাওয়া গেছে। এতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কক্ষের ভেতরে থাকা ২টি কম্পিউটার সেট ও আলমারি ভেঙে একটি ল্যাপটপ ও বিভিন্ন প্রকল্পের নথি চুরি এবং ইউপি সচিবের কক্ষের ২টি আলমারি ভেঙে নথি চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লিখিত অভিযোগ করেছেন। 

জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নালিতাবাড়ী উপজেলায় ১০টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে রূপনারায়ণকুড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. মিজানুর রহমানকে ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে ‘বিদ্রোহী’ প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মঞ্জুর আল মামুন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রূপনারায়ণকুড়া ইউপি ভবনটি পাখিয়াতলা গ্রামে অবস্থিত।

ভোটের পর থেকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান আর ইউপিতে যাননি। আজ সকাল ৭টার দিকে পরিষদের কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে এলাকাবাসী মিজানকে খবর দেন। পরে পরিষদে এসে ৬টি কক্ষের তালার সঙ্গে রিং ভাঙা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে চুরির বিষয়টি পর্যবেক্ষণ করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

চয়টি কক্ষের তালা ভেঙে ফেলা হয়তবে কয়েকজন এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো চুরির ঘটনা ঘটে না। কিন্তু হঠাৎ এই চুরির ঘটনাটি কীভাবে হলো, এ নিয়ে সবাই জল্পনাকল্পনা করছেন। তবে পুলিশের তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের হয়ে আসবে বলে ধারণা করছেন তাঁরা। 
 
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ভোটের পর থেকে আমি পরিষদে যাইনি। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পরিষদে আসি। ছয়টি কক্ষের তালার রিং ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে ল্যাপটপ ও বিভিন্ন নথি চুরি করা হয়েছে। ঘরে থাকা একটি কম্পিউটার ও সরঞ্জাম নিয়ে গেছে। বিভিন্ন প্রকল্প নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করতে এই চুরি সংঘটিত হতে পারে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’ 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত