Ajker Patrika

‘বান্ধা গরু বান্ধাই রইল’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৭
‘বান্ধা গরু বান্ধাই রইল’

ভোটারদের কথা দিয়েছিলেন নির্বাচনে জেতেন বা হারেন ভোটের পর দুইটি গরু ও ১০ মণ চাল দিয়ে গ্রামবাসীদের ভোজ খাওয়াবেন।

তাই কথা রাখতে ভোটে হেরেও গ্রামবাসীদের ভোজ খাওয়ানোর উদ্যোগ নেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউপির ১ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে হেরে যাওয়া আবদুল হামিদ। এ জন্য গত দুই দিন ধরে এলাকায় তিনি মাইকিং করাচ্ছেন!

জানা গেছে, গত রোববারের ভোটে তিনি ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে ৬৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ওই ওয়ার্ডে ৭৩০ ভোট পেয়ে জয় লাভ করেছেন মো. এমদাদুল হক। তিনি মোরগ প্রতীকে নির্বাচনে অংশ নেন। ৩১১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মো. জালাল উদ্দীন (তালা)।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে নন্নী ইউপির ১ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে আবদুল হামিদ নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও দুই জন প্রার্থী। পরাজিত প্রার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নন্নী ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে আবদুল হামিদসহ মোট তিনজন নির্বাচন করেন। নির্বাচনে আবদুল হামিদ গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিশ্রুতি দেন তাকে ভোটে নির্বাচিত করা হলে তিনি তার হালের দুটি ষাঁড় জবাই করবেন। এছাড়া ১০ মণ আতপ চাল দিয়ে ভোটারদের ভোজ খাওয়াবেন। কিন্তু ওই ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হন এমদাদুল হক। আর আব্দুল হামিদ পান মাত্র ৬৪ ভোট।

ভোটাররা প্রতিশ্রুতি না রাখলেও আবদুল হামিদ কথা মতো গত সোমবার ও গতকাল মঙ্গলবার এলাকায় মাইক যোগে ভোটারদের আমন্ত্রণ জানান। এ নিয়ে ভোটার ও এলাকাবাসী মধ্যে ব্যাপক আলোচন সৃষ্টি হয়েছে। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন গ্রামবাসী কাউকে তার বাড়ি দেখা যায়নি।

এ ব্যাপারে আবদুল হামিদ বলেন, আমি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছি। ভোটের পর দুটি গরু ও ১০ মণ চাল দিয়ে গ্রামবাসীদের খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভোটাররাও আমাকে ভোট দেবেন বলে ওয়াদা করেছিলেন। কিন্তু ভোট পেয়েছি মাত্র ৬৪। আসলে কেউ কথা রাখেনি। তবে আমার দেওয়া প্রতিশ্রুতি রাখতে দুই দিন মাইক মেরে গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। চাল ও গরু প্রস্তুত রাখা আছে। গ্রামবাসী এলেই সবাই মিলে গরু জবাই করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। তাই আমার বান্ধা গরু বান্ধাই রয়ে গেল!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত